ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টোকিও ওপেন

কেভিতোভা, ওজনিয়াকি, সিবুলকোভার জয়

প্রকাশিত: ০৬:৫২, ২১ সেপ্টেম্বর ২০১৬

কেভিতোভা, ওজনিয়াকি, সিবুলকোভার জয়

স্পোর্টস রিপোর্টার ॥ একই সঙ্গে জাপান, চীন ও কোরিয়ায় ডব্লিউটিএ টুর্নামেন্ট শুরু হয়েছে। এর মধ্যে টোকিও প্যান প্যাসিফিক ওপেনের দিকেই সবার দৃষ্টি। কারণ এখানে সেরা তারকারা অংশ নিচ্ছেন। প্রথম পর্বে টোকিওতে জয় তুলে নিয়েছেন ৭ নম্বর বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াকি, ৮ নম্বর বাছাই রাশিয়ার আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা, ইউক্রেনের এলিনা ভিতোলিনা ও ৬ নম্বর বাছাই সেøাভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভা। তবে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন সুইজারল্যান্ডের তরুণী বেলিন্ডা বেনচিচ, জার্মানির আন্দ্রেয়া পেটকোভিচ ও চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভা। আর অলিম্পিক চ্যাম্পিয়ন পুয়ের্টোরিকোর মোনিকা পুইগও জয়ে ফিরেছেন। অপরদিকে, চীনে শুরু হওয়া গুয়াংঝু ওপেনে ২ নম্বর বাছাই সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ, জার্মানির স্যাবিন লিসিকি ও ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কো জয় তুলে নিয়েছেন প্রথম পর্বে। বোরিয়া ওপেনে দুই নম্বর বাছাই সুইজারল্যান্ডের জোহানা লারসন, শীর্ষ বাছাই রোমানিয়ার ইরিনা বেগু, তিন নম্বর বাছাই চীনের শুয়াই ঝ্যাং ও ৫ নম্বর বাছাই রোমানিয়ার মোনিকা নিকুলেস্কু জয় পেয়েছেন। জাপানের প্যান প্যাসিফিক ওপেন শুরু থেকেই জমে উঠেছে। প্রথম পর্বেই বিদায় নিয়েছেন বেনচিচ, পেটকোভিচ, কোকো ভ্যানডেওয়েঘে ও সাফারোভার মতো পরিচিত তারকারা। ডেনিশ সুন্দরী ওজনিয়াকি ৬-২, ৫-৭ ও ৬-১ সেটে হারিয়ে দেন বেনচিচকে। ইনজুরিতে পড়া পেটকোভিচ হারেন ৬-৪, ২-০ সেটে পাভলিউচেঙ্কোভার কাছে পিছিয়ে থেকে। আর ভিতোলিনা ৬-৩, ৬-৪ সেটে যুক্তরাষ্ট্রের উদীয়মান তারকা ভ্যানডেওয়েঘেকে এবং সিবুলকোভা ৪-৬, ৬-১ ও ৭-৫ সেটে চেক তরুণী সাফারোভাকে হারিয়ে দেন। কেভিতোভাও দারুণ জয় পেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্রিঙ্গলকে ৬-৩, ৬-৩ সেটে হারিয়েছেন। ইউক্রেন তারকা ক্যাটেরিনা বোনডারেঙ্কো ৭-৬ (৭-৩), ৬-৩ সেটে পরাজয় বরণ করেন লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাস্তোভার কাছে। তবে জাপানে সবার দৃষ্টি ছিল অলিম্পিকে স্বর্ণপদক জেতা মোনিকা পুইগের দিকে। তিনিও বেশ সহজেই এবার প্রাথমিক রাউন্ডের গ-ি পেরিয়েছেন। অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম জয়টা তিনি পেয়েছেন দুর্দান্ত বেগে। মার্কিন তারকা ভারভারা লেপচেঙ্কোকে উড়িয়ে দিয়েছেন ৬-০, ৬-৩ সেটে। আগস্টে বর্তমানে বিশ্বের এক নম্বর জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে হারিয়েছিলেন তিনি। কোরিয়া ওপেনে দারুণ শুরু করেছেন শীর্ষ বাছাই বেগুসহ বাছাই তারকারা। বেগু ৬-২, ৬-১ সেটে কোরিয়ান জিওং জ্যাংকে ৬-২, ৬-১ সেটে, দ্বিতীয় বাছাই লারসন ০-৬, ৬-২, ৬-২ সেটে যুক্তরাষ্ট্রের গ্রেস মিনকে, ৩ নম্বর ঝ্যাং ৬-৩, ৩-৬, ৬-৪ সেটে গ্রীসের মারিয়া সাক্কারি ও ৫ নম্বর নিকুলেস্কু ৬-৩, ৬-০ সেটে জাপানের এরি হোজুমিকে পরাজিত করেন।
×