ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল

মোহামেডান-আবাহনী দ্বৈরথ আজ

প্রকাশিত: ০৬:৫১, ২১ সেপ্টেম্বর ২০১৬

মোহামেডান-আবাহনী দ্বৈরথ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আবাহনী-মোহামেডান কেউ কাউকে নাহি ছাড়ে, সমান সমান ...’ বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা আগের মতো নেই। ঢাকার মাঠে দর্শকও আসে না সেভাবে। এখন আর দল দুুটির নাম শুনলেই ফুটবলপ্রেমীদের রক্ত টগবগ করে ফুটে ওঠে না। এখন আর তর্কের তুফান ওঠে না। এই পরিস্থিতিতেই ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে সপ্তম রাউন্ডের ৪২ নম্বর খেলায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দ্বৈরথে মুখোমুখি হবে দেশের এই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। চলমান লীগে দুই দলের দুই রকম অবস্থা। ১২ বারের লীগ চ্যাম্পিয়ন মোহামেডান পয়েন্ট টেবিলে আছে ১২ দলের মধ্যে নবম অবস্থানে। পয়েন্ট মাত্র ৫। আরও বিস্ময়কর বিষয় হলো ৬ খেলার একটিতেও জিততে পারেনি দলটি। ড্র করেছে পাঁচ ম্যাচে। অপর ম্যাচে হেরেছে। সে তুলনায় বেশ ভাল অবস্থানেই আছে ১১ বারের লীগ শিরোপাধারী ঢাকা আবাহনী। ৬ খেলায় তাদের পয়েন্ট ১২। জিতেছে ৩ ম্যাচে। ড্র করেছে ৩ ম্যাচে। এখন হারের স্বাদ পায়নি তারা। পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে। যদিও তাদের সমান পয়েন্ট রহমতগঞ্জ এবং মুক্তিযোদ্ধারও। তবে ওই দল দুটি গোল তফাতে এগিয়ে আছে আবাহনীর চেয়ে। গত লীগে অবশ্য পারস্পরিক মোকাবেলায় ভাল ফল করে মোহামেডানই। প্রথম সাক্ষাতে তারা আবাহনীকে হারায় ১-০ গোলে। ফিরতি মোকাবেলায় করে গোলশূন্য ড্র। আর সার্বিকভাবে লীগের হেড টু হেডে আবার এগিয়ে আছে আবাহনীই। পেশাদার লীগ চালু হওয়ার পর এ পর্যন্ত উভয় দল মুখোমুখি হয়েছে ১৯ বার। আবাহনী জিতেছে ৫ বার, মোহামেডান ৪ বার। বাকি ৮ ম্যাচ ড্র হয়। গোলের বেলাতেও কঠিন প্রতিদ্বন্দ্বিতা। আবাহনীর ১৩ গোলের বিপরীতে মোহামেডান করেছে ১২ গোল। সাংগঠনিক অদক্ষতা, দুর্নীতি, অযোগ্য লোকদের ফুটবল কমিটিতে থাকা ... সবমিলিয়ে মোহামেডান ক্লাবের অবস্থা শোচনীয়। গত কয়েক বছর ধরেই এমন অবস্থা। এখন আর তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে না। ফলে ভাল মানের ফুটবলারের বড়ই অভাব। দু-একজন আছেন, কিন্তু তা নিতান্তই অপ্রতুল। সাদা-কালো শিবির লীগে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে কবে, তা বোধ করি দলটির সমর্থকরাও ভুলে বসে আছেন। দলটির শেষ লীগ শিরোপা, সেই ১৪ বছর আগে (২০০২)। ২০০৯ সালে ফেডারেশন কাপ এবং ২০১৩ সালে সুপার কাপের ট্রফি জেতাই হচ্ছে মোহামেডানের সর্বশেষ দুটি শিরোপা-সাফল্য। আবাহনী তাদের শেষ লীগ শিরোপা জিতেছে ২০১১-১২ মৌসুমে। এছাড়া তাদের সর্বশেষ সাফল্য ২০১৬ ফেডারেশন কাপের শিরোপা জয়। এছাড়া ২০১৬ স্বাধীনতা কাপে রানার্সআপও হয় তারা। কেউ বলেন, আবাহনী-মোহামেডান যেন ‘বাংলা এল ক্লাসিকো’! পৃথিবীর সব দেশেই ক্রীড়া দর্শকদের জনপ্রিয় দল রয়েছে এবং সেসব দলে থাকে তুমুল প্রতিদ্বন্দ্বিতামুখর আমেজ। আন্তর্জাতিক ফুটবলে বার্সা-রিয়াল, ম্যানইউ-ম্যানসিটি। তেমনি বাংলাদেশের ফুটবল আর আবাহনী-মোহামেডান দ্বৈরথ এ যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। আবাহনীর অধিনায়ক আরিফুল ইসলাম জানিয়েছেন, চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারানোর জন্যই মাঠে নামবেন তারা। ‘জয়ের লক্ষ্যে আমরা আপ্রাণ চেষ্টা করব। পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও মোহামেডানকে অবশ্য সমীহ করেই খেলব আমরা।’ মোহামেডানের অধিনায়ক ইসমাইল বাঙ্গুরা বলেন, ‘আজকের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে চাই এবং প্রথম জয় পেতে চাই। জিতলে নিজেদের আত্মবিশ্বাস বেড়ে যাবে আরও।’ এখন দেখার বিষয়, আজকের মহারণে কি হয়।
×