ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ॥ চট্টগ্রাম আবাহনী ০-০ আরামবাগ

চট্টগ্রাম আবাহনীকে রুখে দিল আরামবাগ

প্রকাশিত: ০৬:৫১, ২১ সেপ্টেম্বর ২০১৬

চট্টগ্রাম আবাহনীকে রুখে দিল আরামবাগ

স্পোর্টস রিপোর্টার ॥ অন্যতম শিরোপা প্রত্যাশী চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে রুখে দেয়ার কৃতিত্ব দেখাল আরামবাগ ক্রীড়া সংঘ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের স্কোরলাইন গোলশূন্য ড্র। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে মঙ্গলবারের প্রথম ম্যাচে অবশ্য এই ড্রতে কিছুটা হলেও লাভও হয়েছে বন্দরনগরীর এই দলটির। পয়েন্ট টেবিলের পঞ্চম স্থান থেকে এক লাফে তিন ধাপ টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জোযেফ প্যাভলিকের দল। ৭ খেলায় এটি তাদের তৃতীয় ড্র। সংগ্রহ করেছে ১২ পয়েন্ট। তাদের ওপরে একমাত্র শেখ জামাল ধানম-ি, যাদের সংগ্রহ সমান ম্যাচে ১৫ পয়েন্ট। পক্ষান্তরে চলতি মৌসুমের ফেডারেশন কাপের রানার্সআপধারী আরামবাগের এটা চতুর্থ ড্র। ৭ পয়েন্ট নিয়ে আগের অষ্টম স্থানেই রয়ে গেছে তারা। পেশাদার লীগে ঝলসে উঠতে পারছে না মৌসুমের সবচেয়ে ব্যয়বহুল দল চট্টগ্রাম আবাহনী। লীগের ষষ্ঠ রাউন্ড যারা হেরেছে রহমতগঞ্জের মতো কম বাজেটের দলের কাছে। সপ্তম রাউন্ডের শুরুটাও ভাল হলো না তাদের। যদিও পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলে তারা। কিন্তু ফরোয়ার্ডরা বার বার ব্যর্থতায় পর্যবসিত হন। মামুনুল, জাহিদের মতো তারকা ফুটবলার এবং লিওনেল, এ্যালিসন, তারিকের মতো বিদেশীদের সমন্বয়ে গড়া চট্টগ্রাম আবাহনী গোলই করতে পারল না। মামুনুল তো ছিলেন পুরোই ফ্লপ। দ্বিতীয়ার্ধে তো কোচ তাকে মাঠ থেকে উঠিয়ে নিতে বাধ্য হন। তবে ভাল খেলেছেন তরুণ ফরোয়ার্ড রুবেল মিয়া। সম্প্রতি যিনি জাতীয় দলে ঠাঁই পেয়েছেন। বিদেশীদের ভিড়ে মাঝে মধ্যে বল নিয়ে একমাত্র তাকেই ছুটে যেতে দেখা যায় প্রতিপক্ষের অর্ধে। ২১ মিনিটে আবাহনীর বক্সের ২৫ গজ দূরে ফ্রি কিক পায় আরামবাগ। কিন্তু কেস্টার এ্যাকনের শট ভেদ করতে পারেনি আবাহনীর রক্ষণ দেয়াল। ৪৪ মিনিটে জাহিদের হেড সরিয়ে দিয়ে দলকে বাঁচান আরামবাগের ঘানাইয়ান ডিফেন্ডার ইসাহ ইউসুফ। ৪৭ মিনিটে তিন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ে শট নেন আবাহনীর হাইতিয়ান ফরোয়ার্ড লিওনেল। কিন্তু তার শট চলে যায় মাঠের বাইরে। ৮৮ মিনিটে আবাহনীর মরেক্কোন মিডফিল্ডার তারিক আল জানাবির বাড়িয়ে দেয়া বলে শট নেন রুবেল মিয়া। কিন্তু তার শট ফিরিয়ে দেন আরামবাগের অধিনায়ক-গোলরক্ষক মিতুল হাসান। শেষ পর্যন্ত আর কোন গোল হয়নি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ত্যাগ করতে হয় উভয় দলকে।
×