ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আফ্রিদির বিদায়ী ম্যাচ চান ইনজামাম

প্রকাশিত: ০৬:৫০, ২১ সেপ্টেম্বর ২০১৬

আফ্রিদির বিদায়ী ম্যাচ চান ইনজামাম

স্পোর্টস রিপোর্টার ॥ তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। দুই দশকেরও বেশি সময় দেশের প্রতিনিধিত্ব করা একজন ক্রিকেটারের বিদায় বেলায় অন্তত এতটুকু প্রাপ্য বলে দাবি সাবেক অধিনায়কের। দুবাইয়ে সংবাদ মাধ্যমকে ইনজামাম বলেন, ‘আমার মতে বিদায়ী ম্যাচ আফ্রিদির প্রাপ্য। যেখানে সে সঠিকভাবে নিজের অবসরের ঘোষণা দিতে পারবে। এটা সকলের কাছে গ্রহণযোগ্যতাও পাবে।’ খবরে প্রকাশ, আমিরাতে শুক্রবার শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে আফ্রিদিকে ১৬ সদস্যের দলে রাখতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নাকি অনুরোধও জানিয়েছিলেন তিনি। পিসিবি ইনজামামের সেই অনুরোধ মেনে নেয়নি। আর আফ্রিদি ইতোমধ্যেই একটি রাষ্ট্রীয় স্পোর্টস চ্যানেল বিশেষজ্ঞ ধারাভাষ্যকার চুক্তিভুক্ত হয়েছেন।
×