ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তান বলেই সতর্ক ক্যারিবীয়রা

প্রকাশিত: ০৬:৫০, ২১ সেপ্টেম্বর ২০১৬

পাকিস্তান বলেই সতর্ক ক্যারিবীয়রা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান যে ‘ভয়ঙ্কর’ ওটা সবারই তা ভাল করে জানা। গত ইংল্যান্ড সিরিজেই যেমন দুর্দান্তভাবে ২-২ এ সিরিজ ড্র করে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসে মিসবাহ-উল হকের দল। ওয়ানডেতে ৪-০তে পিছিয়ে পড়ার পর শেষ ম্যাচে ৩শ’র ওপরে রান তাড়া করে জেতে মোহাম্মদ আজহার আলী বাহিনী। একমাত্র টি২০তে ইংলিশদের গুড়িয়ে দেয় নতুন অধিনায়ক সরফরাজ আহমেদের পাকিস্তান। টি২০ ফরমেটের বিশ্বচ্যাম্পিয়ন হয়েও তাই সতর্ক ক্যারিবীয়রা। তেমনটাই জানিয়েছেন উইন্ডিজ তারকা স্পিনার স্যামুয়েল বদ্রি। দুবাইয়ে শুক্রবার প্রথম টি২০তে দিয়ে শুরু তিন ম্যাচের সিরিজ। এরপর রয়েছে সমান সংখ্যক ম্যাচের ওয়ানডে ও টেস্ট। আমিরাতে সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে বদ্রি বলেন ‘নিজেদের দিনে পাকিস্তান যে কোন প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারে। আমরা ওই চ্যালেঞ্জ মোকাবেলা করার কথাই ভাবছি। আমরা সব প্রতিপক্ষকেই সমীহ করি। পাকিস্তানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। নিজেদের ভালভাবে ঝালিয়ে নিচ্ছি। কারণ আমরা জানি, পাকিস্তান খুবই বিপজ্জনক দল।’ তবে ভাল করতে আত্মবিশ্বাসী তার দল। আইসিসি টি২০ র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় এক নম্বরে থাকা বদ্রি বলেন, ‘আমাদের দলে নতুন কিছু খেলোয়াড় এসেছে। এই সফরে কারও কারও অভিষেক হতে পারে। সুনীল নারাইন, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ডরাা তো আছেই। আশা করছি প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট হবে। অবশ্যই আমরা সিরিজ জিততে চাই। কেননা ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের সেরা টি২০ দলের একটি।’ ওয়েস্ট ইন্ডিজ টি২০ দলেও নতুন অধিনায়ক কার্লোস ব্রেথওয়েট। বাদ পড়েছেন বিশ্বকাপজয়ী সেনাপতি ড্যারেন সামি। ইনজুরির জন্য নেই বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইল। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সিরিজ নাম প্রত্যাহার করে নেন আন্দ্রে রাসেল। তার পরেও ভাল ফলের প্রত্যাশাই করছেন বদ্রি। অন্যদিকে পাকিস্তানও আত্মবিশ্বাসী, টি২০ অধিনায়ক সরফরাজ বলেন, ‘কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে এবং এরপর ম্যানচেস্টারে একমাত্র টি২০তে আমরা যেভাবে খেলেছি তাতে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও দল একই খেলা খেলতে উদগ্রীব।’ তিনি আরও যোগ করেন, ‘টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলেছে ইংল্যান্ড এবং সে ফাইনালে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। আমরা ইংল্যান্ডকে যদি তাদেরই মাটিতে হারাতে পারি, তাহলে আমিরাতের চেনা কন্ডিশনে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারানোর সক্ষমতাও আমাদের রয়েছে।’ এজন্য সতীর্থদের চাপমুক্ত থেকে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে বলছেন অধিনায়ক। সরফরাজের মতে, টি২০ ম্যাচে দশ মিনিটের একটি সেশনই অনেক কিছু বদলে দিতে পারে। অতএব, মাঠে সবাইকে ইতিবাচক থাকতে হবে। পাশাপাশি অবশ্যই ভাল ফিল্ডিং করতে হবে।
×