ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ন্যুক্যাম্পে বার্সিলোনা-এ্যাটলেটিকো দ্বৈরথ

প্রকাশিত: ০৬:৪৯, ২১ সেপ্টেম্বর ২০১৬

ন্যুক্যাম্পে বার্সিলোনা-এ্যাটলেটিকো দ্বৈরথ

স্পোর্টস রিপোর্টার ॥ দু’দলই নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে পাঁচবার করে। লেগানেসকে ৫-১ গোলে উড়িয়ে দেয় বার্সিলোনা। আর স্পোর্টিং গিজনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে এ্যাটলেটিকো মাদ্রিদ। সঙ্গতকারণেই তরতাজা দুই শিবিরই। এমন অবস্থায় স্প্যানিশ লা লিগায় আজ রাতে একে অপরের মুখোমুখি হচ্ছে বার্সিলোনা ও এ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সার মাঠ ন্যুক্যাম্পে আকর্ষণীয় এই দ্বৈরথ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। মাঠে নামছে আরেক পরাশক্তি রিয়াল মাদ্রিদও। ঘরের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। আজকের অন্য ম্যাচে মুখোমুখি হবে সেল্টা ভিগো-স্পোর্টিং গিজন, গ্রানাডা-এ্যাথলেটিক বিলবাও ও রিয়াল সোসিয়েদাদ-লাস পালমাস। এবার লীগের শুরু থেকেই অপ্রতিরোধ্য ছন্দে আছে সাবেক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। লীগের প্রথম চার ম্যাচেই শুধু জিতেছে তারা। বর্তমানে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রিয়াল। ৯ পয়েন্ট করে নিয়ে গোল গড়ে বার্সিলোনা দ্বিতীয় ও পালমাসের অবস্থান তৃতীয়। ৮ পয়েন্ট করে আছে তিন দলের ভা-ারে। গোল গড়ে এ্যাটলেটিকো চতুর্থ, সেভিয়া পঞ্চম ও ভিয়ারিয়াল ষষ্ঠ স্থানে। বার্সার বিপক্ষে নিজেদের মাঠে সবসময়ই সাফল্য পেয়ে আসছে এ্যাটলেটিকো। কিন্তু কাতালানদের মাঠে জয় যেন আরাধ্য মাদ্রিদের ক্লাবটির। এ কারণেই ন্যুক্যাম্পে গত এক দশকের মধ্যে প্রথম জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে দিয়াগো সিমিওনের দল। এ লক্ষ্যে আত্মবিশ্বাসের কমতি না থাকলেও বার্সার শক্তির গভীরতায় সতর্ক ২০১৩-১৪ মৌসুমের লা লিগার চ্যাম্পিয়নরা। গত এক দশকে বার্সিলোনার বিপক্ষে এ্যাটলেটিকো সাফল্য পেয়েছে মূলত নিজেদের মাঠে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লীগে। ২০১৩-১৪ মৌসুমের পর গত মৌসুমেও কোয়ার্টার ফাইনালে বার্সাকে বিদায় করেছিল এ্যাটলেটিকো। তবে ন্যুক্যাম্পে বার্সা শেষ জিতেছে ২০০৬ সালে। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সিলোনার মাঠে শেষ আট ম্যাচে পাঁচটিতে হেরেছে এ্যাটলেটিকো, বাকি তিনটি ম্যাচ ড্র হয়। তবে এই ব্যর্থতা থেকে বের হয়ে আসার চেষ্টা করছে সিমিওনের দল। দলটির ডিফেন্ডার দিয়াগো সিমিওনে ও ফরোয়ার্ড ফার্নান্ডো টোরেস জয় ছাড়া কিছুই ভাবছেন না। গত ম্যাচে দারুণ জয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে দলটির। এবারের লা লিগায় এখন পর্যন্ত সবচেয়ে কম গোল (১টি) খাওয়া দল এ্যাটলেটিকো। তবে এবার সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণভাগের সামনে তারা। লীগে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৩ গোল করেছে লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজকে নিয়ে গড়া বার্সিলোনা। এমন শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামার আগে তাই বাড়তি সতর্ক গড়েন। উরুগুইয়ান ডিফেন্ডার বলেন, এখন আমরা দুর্দান্ত এক প্রতিপক্ষের মুখোমুখি হব। তাদের বিপক্ষে খেলা খুব কঠিন বিশেষ করে তারা যখন ঘরের মাঠে খেলে। তিনি আরও বলেন, আমরা বার্সার মান সম্পর্কে জানি। অনেক দিন ধরে তারা এটা প্রমাণ করে আসছে। টোরেস বলেন, আমরা দরুণ সময়ে বার্সা সফরে এসেছি। জানি তারা কঠিন প্রতিপক্ষ। তবে গত কয়েক বছর তাদের হারানোর অভিজ্ঞতা আছে আমাদের। ফুটবলাররা সবাই আত্মবিশ্বাসী। আশা করছি জয় নিয়ে ফিরতে পারব। রিয়ালের শেষ ম্যাচে খেলেননি দুই তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও গ্যারেথ বেল। তবে দু’জনই আজকের ম্যাচে খেলবেন বলে আশা করছে ক্লাবটি। এ লক্ষ্যে দুই সুপারস্টারই ফিরেছেন অনুশীলনে। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্লাব ফুটবলে ফিরেছিলেন সি আর সেভেন। কিন্তু ফ্লুর কারণে এস্পানিওল দ্বৈরথে মাঠে থাকা হয়নি পর্তুগীজ তারকার। অন্যদিকে স্পোর্টিংয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে কোমরের ইনজুরিতে পড়েছিলেন ওয়েলস তারকা বেল। তবে আজ ভিয়ারিয়াল ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন বেল ও রোনাল্ডো। রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান এমন আভাস দিয়েছেন। তাছাড়া এস্পানিওল ম্যাচে চোট পাওয়া কাসেমিরো ও পেপেও আলাদাভাবে অনুশীলন করেছেন। এ দু’জনও ফিরতে পারেন ময়দানী লড়াইয়ে।
×