ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ওয়ালটনের সংবর্ধনা-পুরস্কার কৃষ্ণা রানীদের

প্রকাশিত: ০৬:৪৮, ২১ সেপ্টেম্বর ২০১৬

ওয়ালটনের সংবর্ধনা-পুরস্কার কৃষ্ণা রানীদের

স্পোর্টস রিপোর্টার ॥ ঘোষণাটা দেয়া ছিল আগেই। বাকি ছিল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের কনফারেন্স রুমে সেটাই সেরে ফেলল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন। বাংলাদেশ অনুর্ধ ১৬ জাতীয় মহিলা ফুটবল দলকে সংবর্ধনা ও অর্থ পুরস্কারে ভূষিত করল তারা। এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূলপর্বে স্থান করে নেয়ায় এই সম্মান পেল গোলাম রব্বানী ছোটনের দল। এই অনুষ্ঠানে অনুর্ধ ১৬ দলের ২৩ ফুটবলার, প্রধান কোচ ও দুই সহকারী কোচের হাতে চেক তুলে দেয়া হয়। যদিও এই ২৬ জনকে মোট পাঁচ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছিল ওয়ালটন। তবে সংবর্ধনা অনুষ্ঠানে অনুর্ধ ১৬ দলকে ৫ লাখ ২০ হাজার টাকা দেয়া হয়। সেক্ষেত্রে এই ২৬ জনের প্রত্যেকে পেয়েছেন ২০ হাজার টাকা করে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), এজিএম মেহরাব হোসেন আসিফসহ অন্যরা। সংবর্ধনা অনুষ্ঠানে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ওয়ালটন গ্রুপ টুর্নামেন্ট শুরুর আগেই প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি তারা রেখেছে। সে জন্য তাদের ধন্যবাদ। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই ২০০৮ সাল থেকে ওয়ালটন ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করছে। আমাদের পাশে আছে। আমি চাইব আগামীতে ফেডারেশনের অন্য যেকোন ধরনের আয়োজনে ওয়ালটন গ্রুপ এগিয়ে আসবে।’ এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ওয়ালটন পরিবার চেষ্টা করে সব ফেডারেশনের সঙ্গেই কাজ করতে। ওয়ালটন ২০০৮ সাল থেকে ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করছে। আমাদের শুরুটা হয়েছিল মহিলা ফুটবল দিয়ে। পরবর্তীতে ফেডারেশনের অন্য টুর্নামেন্টের সঙ্গেও ওয়ালটন পরিবার সম্পৃক্ত হয়েছে। ভবিষ্যতেও ফেডারেশনের প্রস্তাবিত বিভিন্ন টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব। আমাদের প্রতিশ্রুতি অর্থ পুরস্কার মেয়েদের হাতে তুলে দিতে পেরে ভাল লাগছে। তবে বাংলাদেশ অনুর্ধ ১৬ দল যদি ২০১৭ সালের সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের কোয়ালিফাই করে (কমপক্ষে তৃতীয় হলে) অনুর্ধ ১৭ মহিলা বিশ্বকাপে যেতে পারলে দলের প্রত্যেককে ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে একটি করে ফ্রিজ ও ৩২ ইঞ্চি টেলিভিশন দিয়ে উৎসাহিত করা হবে। আমি বাংলাদেশের ফুটবলের সর্বাঙ্গীন উন্নতি ও সাফল্য কামনা করছি।’ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘এমন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করায় ওয়ালটনকে ধন্যবাদ। আমাদের কাজ হলো মাঠে ভাল খেলা উপহার দেয়া। তবে এই ধরনের সংবর্ধনা পেলে কাজের স্পৃহা অনেক বেড়ে যায়। ভবিষ্যতেও আমরা ভাল কিছু উপহার দেয়ার চেষ্টা করব।’ অনুধ ১৬ দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের মন্তব্য, ‘আসলে মাঠে যখন আমরা পারফর্মেন্স করি তখন বিশেষ কিছু পাওয়ার জন্য করি না। তবে এমন ধরনের সংবর্ধনা পেলে বেশ ভাল লাগে। আমরা এখন এটি বুঝতে পারছি যে আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ও অনেক দায়িত্ব। এ জন্য অনুশীলন শুরু করে দিয়েছি, আশা করি আমরা সবার প্রত্যাশা পূর্ণ করতে পারব।’
×