ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঐতিহাসিক ম্যাচ আয়োজনে প্রস্তুত কানপুর

প্রকাশিত: ০৬:৪৮, ২১ সেপ্টেম্বর ২০১৬

ঐতিহাসিক ম্যাচ আয়োজনে প্রস্তুত কানপুর

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার কানপুর টেস্ট দিয়ে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। নিজেদের ইতিহাসে ভারতের এটি ৫০০তম টেস্ট ম্যাচ। ঐতিহাসিক আয়োজন ঘিরে সেখানে বইছে সাজ সাজ রব। দেশটির সাবেক সব জাতীয় দলের অধিনায়ক, গ্রেট ক্রিকেটার ও তারকাদের আমন্ত্রণ জানিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ফিক্সিং-কলঙ্ক মাথায় নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর এই প্রথম বিসিসিআইর আমন্ত্রণ পেয়েছেন মোহাম্মদ আজহার উদ্দীনও। সফরকারী নিউজিল্যান্ড সপ্তম স্থানে, বিরাট কোহলির নেতৃত্বাধীন র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয়সেরা ভারত তাই নিশ্চিত ফেবারিট হিসেবেই মাঠে নামছে। কানপুরের গ্রীন পার্কে সেøা কন্ডিশনে স্পিনাররা পার্থক্য গড়ে দেবেন বলে মনে করেছেন স্বাগতিকদের সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। ক্ল্যাসিক্যাল এই ব্যাটসম্যান অবশ্য প্রতিপক্ষ কিউইদেরও সমীহর চোখে দেখছেন। ঐতিহাসিক ম্যাচ উপলক্ষে সাবেক ভারতীয় অধিনায়কদের সবাইকে একত্রে হাজির করতে যাচ্ছে বিসিসিআই। বিশেষ আয়োজনকে স্মরণীয় করে রাখতে থাকবেন বর্তমান ও সাবেক তারকা ও গ্রেট ক্রিকেটাররা। উত্তর প্রদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, ‘বিসিসিআই ম্যাচটি স্মরণীয় করে রাখতে চায়। সাবেক ও কিংবদন্তিদের বরণ করে নিতে প্রস্তুত গ্রীন পার্ক।’ কানপুরে সাবেক অধিনায়কদের মধ্যে শচীন টেন্ডুলকর, দিলীপ ভেঙ্গসরকার, কপিল দেব, রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলী, বিরেন্দর শেবাগ, কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও মোহাম্মদ আজহার উদ্দীনদের উপস্থিতি নিশ্চিত বলে জানিয়েছেন শুক্লা। ম্যাচ ফিক্সিংয়ের কলঙ্ক মাথায় নিয়ে অবসরে যাওয়া আজহারকে আমন্ত্রণ জানানো হবে না, বলে শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান বদলে তাকেও অতিথি করছে বিসিসিআই। যাতে করে ভারতের জীবিত সব অধিনায়ককে একত্র করা যায়। তবে অসুস্থতার জন্য উপস্থিত হতে পারছেন না অজিত ওয়াদেকার। ১৯৩২ সালের ২৫ জুন লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ভারত প্রথম টেস্ট ম্যাচ খেলে। দীর্ঘ ৮৪ বছরে বর্তমানের মোড়ল দেশটি ৫০০তম টেস্ট খেলতে যাচ্ছে। গত ১৮ আগস্ট ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে কোহলিদের চতুর্থ টেস্টটি ছিল ৪৯৯তম ম্যাচ। ভারত চতুর্থ দেশ হিসেবে ৫০০তম টেস্টের ল্যান্ডমার্কে পা রাখতে যাচ্ছে। ওপরের তিন দল যথাক্রমে ইংল্যান্ড (৯৭৬), অস্ট্রেলিয়া (৭৯১) ও ওয়েস্ট ইন্ডিজ (৫১৭)। এ পর্যন্ত ৪৯৯ টেস্টে ভারতের জয় ১২৯, হার ১৫৭, ড্র ২১২ ও টাই ১টি। সাফল্যের হার শতকরা ২৫.৮৫। কোহলি ও কেন উইলিয়ামসনের নেতৃত্বে দু-দলের টেস্ট ক্রিকেটাররা এরই মধ্যে কানপুরে পৌঁছে গেছেন। গ্রীন পার্কের উইকেট স্পিনারদের বাড়তি সুবিধা দেবে বলে মনে করছেন অজিঙ্কা রাহানে। ঐতিহাসিক এই ম্যাচ দিয়ে নতুন মৌসুম শুরু করবে কোহলির দল। আগামী দিনে ঘরের মাটিতে তারা ১৩ টেস্ট ম্যাচ খেলবে। কানপুর দিয়ে শুরু হচ্ছে তাদের শীর্ষাহোরনের সেই অভিযান। রাহানে বলেন, ‘ঘরের মাঠে আমরা ১৩ টেস্ট খেলব। ঐতিহাসিক ৫০০তম ম্যাচ দিয়ে যেটি শুরু হচ্ছে। স্বাভাবিকভাবে আমরা কিছুটা উত্তেজিত। কন্ডিশন নয়, আমরা পারফর্মেন্সের ওপর জোর দিচ্ছি। অতীত অভিজ্ঞতা থেকে বলতে পারি, কানপুরের উইকেট মন্থর ও লো-বাউন্সি হবে। গত বছর এখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে খেলেছিলাম। প্রত্যেক দিনই পিচের চরিত্র বদলে গিয়েছিল। তাই পরিস্থিতি বিবেচনায় নিয়ে খেলতে হবে। বল টার্ন করবে। সেক্ষেত্রে আমাদের স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অমিত মিশ্রদের নিয়ে বোলিংয়ে আমাদের মূল শক্তি স্পিন। উইকেটের সহায়তায় সেই শক্তি আরও বেড়ে যাবে। তবে প্রতিপক্ষ নিউজিল্যান্ড দলেও ভাল মানের স্পিনার রয়েছে। তাদের সমীহ করে খেলতে হবে। ঐতিহাসিক ৫০০তম টেস্টে জয় দিয়ে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই।’ অবশ্য পাঁজরের ইনজুরিতে শেষ মুহূর্তে কিউই দল থেকে ছিটকে গেছেন জিমি নিশাম। স্পিনে অতিথিদের ভরসা এখন মিচেল স্যান্টনার ও ইশ সোধি। অসুস্থতার জন্য এই টেস্টে থাকছেন না স্বাগতিক পেসার ইশান্ত শর্মা।
×