ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁধ মেরামত হয়নি ॥ সাতক্ষীরায় প্লাবিত আরও চার গ্রাম

প্রকাশিত: ০৬:৪১, ২১ সেপ্টেম্বর ২০১৬

বাঁধ মেরামত হয়নি ॥ সাতক্ষীরায় প্লাবিত আরও চার গ্রাম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ দুদিনেও ভেঙ্গে যাওয়া কপোতাক্ষের বেড়িবাঁধ সংষ্কার করা সম্ভব হয়নি। জোয়ারের পানিতে আরও চারটি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে হাজার বিঘা মৎস্য ঘের, পুকুর ও ফসলি জমি। আশাশুনি উপজেলার কপোতাক্ষ নদের ভাঙন কবলিত বেড়িবাঁধ এলাকায় বসবাসরত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সোমবার ভোরে উপজেলার কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকার প্রায় দেড় শ’ ফুট বেড়িবাঁধ নদে বিলীন হয়ে যায়। মঙ্গলবার দপুরের দিকে ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। জোয়ারের পানি নতুন করে প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া, কল্যাণপুর, শ্রীপুর, সনাতনকাটি, প্রতাপনগর ও তালতলা গ্রাম প্লাবিত হয়েছে। এলাকাবাসী জানায়, সোমবার থেকে স্থানীয় ১০ হাজার গ্রামবাসী প্রাণপণ চেষ্টা করেও বাঁধটি নিয়ন্ত্রণে আনতে পারেনি। জোয়ারে পানিবন্দী হয়ে পড়েছে তিন হাজার পরিবার। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। জোয়ারের চপে হঠাৎ করেই সোমবার ভোরে বাঁধটি বিলীন হয়ে যায়। ঝিনাইদহে এএসআইসহ তিন জনের বিরুদ্ধে পরোয়ানা নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ২০ সেপ্টেম্বর ॥ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে দায়েরকৃত মামলায় পুলিশের এক এএসআইসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মঙ্গলবার বিকেলে আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর এ আদেশ জারি করেন। আসামিরা হলেন, সদর থানায় কর্মরত এএসআই আরিফ হোসেন, হরিণাকু-ু উপজেলার সাবেক বিন্নি গ্রামের রেহানা খাতুন ও একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আসমাউল হুসাইন। মামলার বাদী আশির উদ্দিন আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকভাবে আর্থিক সুবিধা লাভের অভিযোগ করেছেন। জানা যায়, গত ১১ সেপ্টেম্বর সদর থানার এএসআই অরিফ হোসেন ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কম্পিউটার অপারেটর উজ্জ্বল হোসেনকে জেলা শহরের পাগলাকানাই সড়ক থেকে হ্যান্ডকাপ দিয়ে সাদা পোশাকে ধরে নিয়ে যান। তার বিরুদ্ধে কোন মামলা ছিল না।
×