ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্ধলাখ মানুষের মরণ ফাঁদ বলিদাখালের ভাঙ্গা ব্রিজ

প্রকাশিত: ০৬:৪০, ২১ সেপ্টেম্বর ২০১৬

অর্ধলাখ মানুষের মরণ ফাঁদ বলিদাখালের ভাঙ্গা ব্রিজ

নিজস্ব সংবাদদাতা জামালপুর, ২০ সেপ্টেম্বর ॥ মেলান্দহের কুলিয়া ইউনিয়নের বলিদাখাল আর ভাঙ্গা ব্রিজ পনেরোটি গ্রামের কৃষকদের মরণ ফাঁদে পরিণত হয়েছে। দুই বছর আগে বন্যার পানিতে বলিদাখালের ব্রিজটি ভেঙ্গে পড়ায় স্কুল-কলেজের শিক্ষার্থী ও কৃষকরাসহ ১৫টি গ্রামের ৫০ হাজার মানুষ যাতায়াতের দুর্ভোগ পোহাচ্ছে অথচ ব্রিজটি সংস্কারের জন্য আজও কেউ এগিয়ে আসেনি। মেলান্দহের কুলিয়া ইউনিয়নের সাদিপাটি গ্রামের সমাজসেবক আব্দুল বারিক খান জানান, মেলান্দহের কুলিয়া, সাদিপাটি, দ্বিতীয় সাদিপাটি, বল্লবপুর, তারাকান্দি, টনকি, পুলগি, সিড়িঘাট, তেঘরিয়া, চিনিতোলা, ভালুকা, পীরগাছা, জাফরশাহী ও দক্ষিণ পচাবহলা গ্রামসমূহের অর্ধলক্ষাধিক মানুষ বলিদাখালের ব্রিজ পার হয়ে যাতায়াত করেন। এ পথে চলতে গিয়ে অর্ধলক্ষাধিক মানুষকে দুই বছর ধরেই ভাঙ্গা ব্রিজ পার হতে হচ্ছে। একই গ্রামের বিল্লাল মোল্লা জানান, তারা স্থানীয় উদ্যোগে ভাঙ্গা ব্রিজটির এক মাথায় একটা বাঁশের সাঁকো বানিয়ে কোন রকমে মানুষ পারাপারের ব্যবস্থা করেছেন। এ বছর বন্যায় বাঁশের সাঁকোটিও ভেঙ্গে নড়বড়ে হয়ে গেছে। চেয়ারম্যান, মেম্বারসহ সরকারী লোকজন আজও ব্রিজটি মেরামতের ব্যবস্থা নেননি। টনকী জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মতিউর রহমান জানান, সাদিপাটি গ্রামে প্রায় চার হাজার মানুষকে প্রতিনিয়ত অতিকষ্টে বলিদাখালের ভাঙ্গা ব্রিজ পারাপার হতে হচ্ছে। বিশেষ করে এ গ্রামের দুই শতাধিক শিশু শিক্ষার্থীর অভিভাবকরা ভাঙ্গা ব্রিজের ভয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন। কারণ ইতিপূর্বে কয়েক শিশু ওই ব্রিজ পার হতে গিয়ে ব্রিজের নিচে পড়ে আহত হয়েছে। মেলান্দহ উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম তালুকদার জানান, কুলিয়া ইউনিয়নের বলিদাখালের ওপর ভাঙ্গা ব্রিজটি পুনঃ মেরামতের জন্য জামালপুর এলজিইডির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
×