ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাউফলে ধর্ষিত সেই কিশোরীর আত্মহত্যা চেষ্টা

প্রকাশিত: ০৬:৩৯, ২১ সেপ্টেম্বর ২০১৬

বাউফলে ধর্ষিত সেই কিশোরীর আত্মহত্যা চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২০ সেপ্টেম্বর ॥ বাউফলে তেঁতুলিয়া নদীতে ট্রলারে মায়ের সঙ্গে ধর্ষিত সেই সংখ্যালঘু কিশোরী (১৬) ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। ওই কিশোরীকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর থেকে আসামিরা দলীয় প্রভাব খাটিয়ে পরিবারটিকে মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে আসছিল। আত্মহত্যার চেষ্টার কয়েক দিন আগ থেকে ওই কিশোরীর কলেজে আসা-যাওয়ার পথে মামলা প্রত্যাহারের হুমকিসহ ধর্ষণের ভিডিও ছিড়িয়ে দেয়ার হুমকি দেয় কয়েক আসামি। এসব ঘটনায় হতাশ হয়ে পড়ে সে। একপর্যায়ে রবিবার ওই কিশোরী ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় তার মা ঘরে প্রবেশ করে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে দ্রুত বাউফল হাসপাতালে নিয়ে আসেন। আশুগঞ্জে ট্রেনে কেটে দুজনের মৃত্যু স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জে পৃথক ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধ মহিলাসহ দুজনের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে অজ্ঞাত বৃদ্ধ মহিলা (৬০) তালশহর রেলওয়ে স্টেশনের অদূরে তালশহর বাজারের রাস্তা পারাপারের সময় আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন। পরে এলাকাবাসী আখাউড়া রেলওয়ে পুলিশকে খবর দিলে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। এদিকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছে। পাট শাকের ভেতর গাঁজা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জলঢাকায় অভিনব পদ্ধতিতে গাঁজা বহনকালে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পৌর শহরের ডালিয়া রোডের বেলতলী এলাকা থেকে ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি করে পুলিশ। এ সময় তাদের কাছে পাট শাকের ভিতরে থাকা প্যাকেটে মোড়ানো দুই কেজি ওজনের গাঁজার একটি প্যাকেট পাওয়া যায়। যার আনুমানিক মূল্যে ত্রিশ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলেন হাতিবান্ধা উপজেলার বিসাদু মামুদের ছেলে রেজাউল করিম ও আনোয়ারুল ইসলাম। বিনামূল্যে সার বীজ বিতরণ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২০ সেপ্টেম্বর ॥ বোয়ালমারী উপজেলা পরিষদ চত্বরে মঙ্গলবার সকালে ৪শ’ কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষার বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা গোপাল কৃষ্ণ দাস, উপজেলা কৃষি অফিসার শিকদার মোহায়মেন আক্তার, উপজেলা আ’লীগ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, কৃষি সম্প্রসারণ অফিসার নিটুল রায় প্রমুখ।
×