ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাভারে বকেয়া দাবিতে পোশাক শ্রমিক বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৯, ২১ সেপ্টেম্বর ২০১৬

সাভারে বকেয়া দাবিতে পোশাক শ্রমিক বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২০ সেপ্টেম্বর ॥ বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে। মঙ্গলবার সকালে আশুলিয়া ইউনিয়নের দোসাইদ এলাকার ‘রক নীট ওয়্যার লিমিটেড’ নামক কারখানার সামনে এ ঘটনা ঘটে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জানা গেছে, ওই পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক ঈদের আগে ১০ সেপ্টেম্বর তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করে। পরে মালিক পক্ষ শ্রমিকদের এক মাসের বেতন দিয়ে ওই দিন কারখানা ছুটি ঘোষণা করে এবং ২০ সেপ্টেম্বর কারখানা খুলে দিবে বলে জানায়। কিন্তু শ্রমিকরা ঈদের ছুটি শেষে মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস দেখতে পায়। পরে শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করতে না পারায় প্রচ- বৃষ্টি উপেক্ষা করে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে কারখানার সামনে অবস্থান নেয়। বকেয়া ২ মাসের বেতন, ঈদ বোনাস ও বন্ধ কারখানা খুলে না দিলে কারখানার সামনে অবস্থানে থাকবেন বলে জানান শ্রমিকরা। স্কুলের কমিটি নিয়ে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ আহত ৭ সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২০ সেপ্টেম্বর ॥ বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে মঙ্গলবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। গুরুতর আহত কলেজছাত্র বিএনপি নেতা নান্নু মৃধার ছেলে উলফাতকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ফুল মিয়াকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, স্কুলের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার মিটিং আহ্বান করা হয়েছিল। মিটিংয়ের শেষ পর্যায়ে বনচাকী গ্রামের শহিদুল ইসলাম নিজে সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলে একই গ্রামের মতিয়ার রহমান তাকে জামায়াত সমর্থক বলে কমিটিতে অন্তর্ভুক্ত করতে আপত্তি জানায়। এ সময় মিটিংয়ে উপস্থিত বনচাকী গ্রামের বিএনপি নেতা নান্নু মৃধা, মিন্টু মৃধা গ্রুপ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জালাল শিকদার গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।
×