ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার মানোন্নয়নে অগ্রাধিকার দিতে হবে ॥ ড. হারুন

প্রকাশিত: ০৬:৩৯, ২১ সেপ্টেম্বর ২০১৬

শিক্ষার মানোন্নয়নে অগ্রাধিকার দিতে হবে ॥ ড. হারুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, কলেজ শিক্ষার মানোন্নয়নে এখন আমাদের অগ্রাধিকার দিতে হবে। এ ক্ষেত্রে অধ্যক্ষবৃন্দকে বিশেষ ভূমিকা পালন করতে হবে। ফাইল স্বাক্ষর আর রুটিন ওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, তাদের হতে হবে স্ব-স্ব প্রতিষ্ঠানের একাডেমিক লিডার। শিক্ষা কার্যক্রম মনিটরিংয়ে তাঁদের অধিকতর দৃষ্টি দিতে হবে। অধ্যক্ষদের নেতৃত্বের ওপরই নির্ভর করবে সার্বিক শিক্ষার উন্নয়ন। তিনি মঙ্গলবার সকালে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষবৃন্দকে নিয়ে ‘শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রথমবারের মতো আয়োজিত এ কর্মশালায় প্রথম ব্যাচে বিভিন্ন কলেজের একশ’ অধ্যক্ষ অংশগ্রহণ করেন। ২২টি ব্যাচে দুই হাজার দুই শতাধিক কলেজের অধ্যক্ষগণ পর্যায়ক্রমে এ কর্মশালায় অংশ নেবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র এর ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আসলাম ভূঁইয়া, প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, ট্রেজারার অধ্যাপক মোঃ নোমান উর রশীদ, ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। মাদকের নিরাপদ রুট ভৈরব নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২০ সেপ্টেম্বর ॥ ভৈরবে বর্তমানে ইয়াবার বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। ভৈরব বন্দরনগরী ইয়াবা পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে। ট্রেন, বাস, ট্রাক বা প্রাইভেট গাড়িযোগে আনা হচ্ছে এসব ইয়াবা। এখানে বাজারের চাহিদা মেটানোর পর সারাদেশে পাচার করা হচ্ছে। পৌরশহরসহ ৭টি ইউনিয়নের গ্রামে ইয়াবা সহজলভ্য। মাদক স্পটগুলো ছাড়াও মোবাইল ফোনে সর্বত্রই পাওয়া যাচ্ছে ইয়াবা। মাদক ক্রেতা-বিক্রেতারা ইয়াবাকে সংক্ষেপে ‘বাবা’ নামেই ডাকে। পৌরশহরসহ শ্রীনগর, কালিকাপ্রসাদ এলাকার ৪০ মাদক কারবারীর নিয়ন্ত্রণে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে মাসোয়ারা দিয়ে নিরাপদে চলছে। জানা গেছে, পৌরশহরের আমলাপাড়া এলাকার মনা মিয়া, ফাতেমা, লাকি বেগম, তার স্বামী মোবারক একাধিক মাদক মামলার আসামি। এলাকায় তাদের নিয়ন্ত্রণে চলছে ইয়াবার কারবার। ভৈরব থানার পাশে এ ব্যবসা চললেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। মাদক কারবারীরা বলছে, ভৈরব থানাকে দিতে হচ্ছে নজরানা। পঞ্চবটি পুকুরপাড় এলাকার হেলিম, ফাতেমাসহ ১০ মাদক কারবারী তাদের কারবার পরিচালনা করছে।
×