ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাদক রোধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ০৬:৩৮, ২১ সেপ্টেম্বর ২০১৬

মাদক রোধে সামাজিক আন্দোলন জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নতুন প্রজন্মকে মাদকদ্রব্য থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। নতুন প্রজন্ম যেন এসব জীবন বিনষ্টকারী বস্তুর কাছে ঘেঁষতে না পারে এ জন্য অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার সকালে রাজশাহী বিজিবির সদর দফতরে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা যদি নতুন প্রজন্মকে সঠিক পথে রাখতে না পারি তাহলে কোন কিছুতেই আমরা অগ্রগতি সাধন করতে পারব না। তাই যেকোনভাবেই হোক নতুন প্রজন্মকে মাদকের বাইরে রাখতেই হবে। তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। শিক্ষামন্ত্রী বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে মাদক নির্মূল করা যাবে না। সার্বিকভাবে সবাই মিলে সমাজে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় ৫৯ হাজার ৭৬৫ বোতল ফেন্সিডিল, ১৯৮ বোতল বিদেশী মদ, ২৮ লিটার দেশী মদ, ১ কেজি ৫৪০ গ্রাম হোরোইন, ৯৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ২০ জুলাই পর্যন্ত মালিকানাবিহীন পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি। এ সময় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, এমপি আখতার জাহান, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ চৌধুরী, রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মতিউর রহমান, ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহজাহান সিরাজ উপস্থিত ছিলেন। পরে নগরীর ডা. কাইছার রহমান অডিটরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজিত ‘শিক্ষার পরিবেশ উন্নয়ন ও জঙ্গীবাদ নির্মূলে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থাপনা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী। রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এমপি ফজলে হোসেন বাদশা, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এসএম ওয়াহিদুজ্জামান, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
×