ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জুরাইনে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৬, ২১ সেপ্টেম্বর ২০১৬

জুরাইনে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে জুরাইনে চলন্ত ট্রেনের ছাদ পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে আট মাদক ব্যবসায়ী ও বাহককে কারাদ- দিয়েছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাজধানীর জুরাইন বাজার রেলগেটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে অজ্ঞাত ওই যুবক জুরাইন বাজার রেলগেটের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী লোকাল ট্রেনের ছাদ থেকে ট্রেনলাইনে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে পথচারী আনোয়ার হোসেন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের একটি লোকাল ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, পরে ওই যুবকের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে লাল-কালো চেক শার্ট ও চেক লুঙ্গি ছিল। ৮ মাদক ব্যবসায়ীর দ- ॥ রাজধানীর ওয়ারী, ডেমরা ও খিলক্ষেত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আট মাদক ব্যবসায়ী ও বাহককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হচ্ছে ইমতিয়াজ, সেতু, জসিম, হিমেল, পলাশ, জাবেদ, সুশান্ত ও শ্যামল। সোম ও মঙ্গলবার এসব এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান। হাইতিতে বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট নিয়োগ বাংলাদেশ বিমান বাহিনী হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত কন্টিনজেন্ট প্রতিস্থাপন করতে যাচ্ছে। এ কর্মসূচীর অংশ হিসেবে বিমান বাহিনীর ১১০ সদস্য জাতিসংঘের ভাড়া করা বিমানে মঙ্গলবার হাইতির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন গ্রুপ ক্যাপ্টেন এম খায়ের উল আফছার। হাইতিতে বিবদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সে দেশের সরকার এবং জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হবে বলে আশা করা যাচ্ছে। যাত্রার পূর্বে বিএএফ ঘাঁটি বাশারে এক বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। -আইএসপিআর
×