ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে ॥ অধ্যাপক কামরুল

প্রকাশিত: ০৬:৩৬, ২১ সেপ্টেম্বর ২০১৬

শেখ হাসিনার নেতৃত্বে দেশ বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে ॥ অধ্যাপক কামরুল

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, বর্তমান বিশ্বে বাঙালীরা বিস্ময়কর জাতি হয়ে উঠেছে। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারায় বিস্ময়করভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত, যোগাযোগ, প্রযুক্তি, কৃষিসহ বিভিন্ন খাত এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশ একটি সাফল্যের নাম। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা আজ একটি গৌরবের জায়গায় পৌঁছেছে। তবে ব্যবস্থাপনাগত দিক থেকে আরও উন্নত করার সুযোগ রয়েছে। মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের ডাঃ মিলন হলে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত সহযোগী অধ্যাপকদের জন্য ‘প্রশাসন ও ব্যবস্থাপনার’ উপর প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, পরিচালক (মানবসম্পদ) ডাঃ মোঃ জামাল উদ্দিন খলিফা, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডাঃ হরষিত কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন। অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, প্রত্যেককে নিজ নিজ সম্মান ও মর্যাদা অনুধাবন করে কর্মক্ষেত্রে যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। এ জন্য দায়িত্ববোধ সম্পর্কে জানা ও বোঝার পাশাপাশি এ বিষয়ে সচেতন হওয়াটাও জরুরী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ নিজ নিজ মর্যাদা অনুধাবন করে যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়কে চিকিৎসা শিক্ষা, চিকিসাসেবা ও গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবেন এটাই সকলের প্রত্যাশা। প্রশাসন ও ব্যবস্থাপনার উপর ওরিয়েন্টশন প্রোগ্রাম এ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের প্রশাসনিক ও ব্যবস্থাপনার বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিজ নিজ দায়িত্ববোধ সম্পর্কে আরও বেশি সচেতন করে তুলবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য। গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ কর্মসূচীর ছয়টি ব্যাচে প্রায় ২০০ জন সহযোগী অধ্যাপককে প্রশিক্ষণ দেয়া হবে। তবে প্রথম দু’ ব্যাচে প্রায় ৭০ জন সহযোগী অধ্যাপককে এ প্রশিক্ষণ দেয়া হবে।
×