ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উন্নয়ন যেন জনকল্যাণে লাগে ॥ হৃদরোগ বিশেষজ্ঞদের প্রতি রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৬:৩৫, ২১ সেপ্টেম্বর ২০১৬

উন্নয়ন যেন জনকল্যাণে লাগে ॥ হৃদরোগ বিশেষজ্ঞদের প্রতি রাষ্ট্রপতি

বিডিনিউজ ॥ উন্নয়ন করলেই হবে না, তা যেন জনগণের কল্যাণে লাগে, সেদিকে দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। মঙ্গলবার বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের (বিএসসিআই) জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনে স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রসঙ্গে এ আহ্বান জানান তিনি। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হৃদরোগ বিশেষজ্ঞদের এই সম্মেলনে সভাপতিত্ব করেন বিএসসিআইর সভাপতি অধ্যাপক আফজালুর রহমান। বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, মহাসচিব এম ইকবাল আর্সলান, বিএসসিআইর মহাসচিব কায়সার নাসরুল্লাহ খান প্রমুখ। নাক দিয়ে বাঁশিতে সুর নাক দিয়ে বাঁশি বাজানো ব্যতিক্রমী অভ্যাসই বলতে হবে। অথচ এই ব্যতিক্রমী অভ্যাসটি বেশ ভালভাবেই রপ্ত করেছেন শরীয়তপুর নিবাসী জনৈক ব্যক্তি। এ কাজ করে তিনি নিজে যেমন আনন্দ পান, তেমনি এটি তার রুজি রোজগারের পথও খুলে দিয়েছে। রাজধানীর মিরপুর এলাকায় তিনি থাকেন। ছবিটি তুলেছেন জনকণ্ঠের আলোকচিত্রী। পথশিশুর আবদার পার্ক ঘুরতে আসা ছেলেমেয়েদের কাছে ফুল বিক্রি করাই চার বছরের একটি শিশুর কাজ। কিনতে না চাইলেও জোর করে বেচার চেষ্টা করে অবুঝ শিশুটি। কারণ এই অতি অল্প বয়সেই তাকে নামতে হয়েছে রুজি উপার্জনের মতো কঠিন কাজে। কার্জন হলের সামনে বসা এক শিক্ষার্থীর মাথায় জোর করে একটি মালা পরিয়ে দিয়ে সে ১০ টাকা আবদার করে বসে। ছবিটি তুলেছেন জনকণ্ঠের আলোকচিত্রী।
×