ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোবাইল অপারেটর বদলের নিলাম বার বার পেছাচ্ছে

প্রকাশিত: ০৬:৩৫, ২১ সেপ্টেম্বর ২০১৬

মোবাইল অপারেটর বদলের নিলাম বার বার পেছাচ্ছে

ফিরোজ মান্না ॥ মোবাইল নাম্বার ঠিক রেখে মোবাইল অপারেটর পরিবর্তনের সুবিধা (এমএনপি) সেবার জন্য পৃথক অপারেটর নিয়োগের নিলাম দফায় দফায় পেছানো হচ্ছে। নিলামের প্রথম তারিখ নির্ধারণ করা হয় ২১ সেপ্টেম্বর। নিলাম ডকুমেন্ট প্রস্তুত করতে না পারায় বিটিআরসি এই তারিখ পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করে ২৮ সেপ্টেম্বর। সর্বশেষ খবর অনুযায়ী ঐ তারিখেও নিলাম অনুষ্ঠান করতে পারছে না বিটিআরসি। নিলামের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে বিটিআরসি নিশ্চিত করেছে। আগামী মাসের মাঝামাঝি সময়ে নিলাম অনুষ্ঠিত হতে পারে। নিলামে অপারেটর চূড়ান্ত হওয়ার পর এ বছরের মধ্যেই গ্রাহক পর্যায়ে এমএনপি সেবা পৌঁছে দেয়া হবে। বিটিআরসি’র চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ বলেছেন, এমএনপি (মোবাইল নাম্বার পোর্টেবিলিটি) অপারেটর নিয়োগের জন্য নিলামে অংশ নিতে আগ্রহীদের কাছ থেকে আবেদন নেয়া হয়েছে। আবেদন জমা দেয়ার শেষ দিন ছিল ৩০ জুন। আবেদন বাছাই, জামানতের অর্থ জমা, যোগ্য আবেদনকারী নির্বাচন, নিলামের পদ্ধতি চূড়ান্ত করাসহ সব প্রক্রিয়া শেষ করতে আরও কিছু সময় লাগবে। ২৮ সেপ্টেম্বর নিলাম অনুষ্ঠান হচ্ছে না। কারিগরি কিছু বিষয় এখন পর্যন্ত চূড়ান্ত করা যায়নি। নিলামে অংশ নিতে আবেদন ফি জমা দিতে হবে ১ লাখ টাকা। জামানতের (বিড আর্নেস্টমানি) পরিমাণ ১০ লাখ টাকা। ব্যাংক গ্যারান্টির পরিমাণ ১ কোটি টাকা জমা দিতে হবে। লাইসেন্স ফি নিলামের মাধ্যমে নির্ধারণ করা হবে। বার্ষিক লাইসেন্স নবায়ন ফি দিতে হবে ২০ লাখ টাকা। দেশীয় কোম্পানি এককভাবে নিলামে অংশ নিতে পারবে। তবে বিদেশী কোন কোম্পানি এককভাবে নিলামে অংশ নিতে পারবে না। বিদেশী কোম্পানিকে দেশীয় কোন কোম্পানির সঙ্গে যৌথভাবে অংশ নিতে হবে। এক্ষেত্রে বিদেশী কোম্পানির শেয়ারের পরিমাণ ৫১ শতাংশ পর্যন্ত হতে পারে। প্রবাসী বাংলাদেশীদের মালিকানাধীন কোম্পানি এককভাবে দরপত্রে অংশ নিতে পারবে। তবে তাদের বিনিয়োগ করতে হবে বৈদেশিক মুদ্রায়। তারা দেশের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারবেন না। আবেদনকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সেবায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতাসহ ১ কোটি গ্রাহককে সেবা দেয়ার অভিজ্ঞতা থাকতে হবে। নিলামের মাধ্যমে একটিমাত্র প্রতিষ্ঠানকে লাইসেন্স দেয়া হবে। ভবিষ্যতে প্রয়োজন সাপেক্ষে আরও একাধিক অপারেটরকে লাইসেন্স দেয়া হতে পারে। সূত্র জানায়, লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে ছয় মাসের মধ্যে মোট মোবাইল গ্রাহকের ১ শতাংশ এবং ১ বছরের মধ্যে ৫ শতাংশ গ্রাহককে এমএনপি সেবা দিতে হবে। এ লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ওই প্রতিষ্ঠানের ব্যাংক গ্যারান্টি থেকে ৫০ শতাংশ জরিমানা হিসেবে কেটে নেয়া হবে। ব্যবহƒত নাম্বার অপরিবর্তিত রেখে অন্য মোবাইল অপারেটরের নেটওয়ার্কের সুবিধা নিতে ট্রান্সফার ফি হবে ৩০ টাকা।
×