ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হ্যাকিং রুখতে সুইফটের নতুন পরিকল্পনা

প্রকাশিত: ০৬:৩৪, ২১ সেপ্টেম্বর ২০১৬

হ্যাকিং রুখতে সুইফটের নতুন পরিকল্পনা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার চুরিতে ব্যবহার করা ‘পেমেন্ট অর্ডারগুলোর’ মতো অবৈধ পরিশোধের আদেশ আরও দ্রুত শনাক্ত করতে গ্রাহকদের সহায়তার উদ্যোগ নিচ্ছে আন্তঃব্যাংক লেনদেনের মেসেজিং নেটওয়ার্ক সুইফট। এ জন্য সুইফট প্রতিদিনের লেনদেনের প্রতিবেদন গ্রাহকদের পাঠানোর পরিকল্পনা করেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে সুইফট বলেছে, ডিসেম্বর থেকে প্রতিদিন গ্রাহকদের লেনদেনের প্রতিবেদন (ডেইলি ভেলিডেশন রিপোর্ট) পাঠানো শুরু করবে। এতে গ্রাহকের সুইফট টার্মিনাল থেকে পাঠাল মেসেজগুলোর তালিকা থাকবে, যাতে কোন ভুয়া পরিশোধের নির্দেশ থাকলে ব্যাংকগুলো তা সহজেই শনাক্ত করতে পারে। -অর্থনৈতিক রিপোর্টার ইনটেল, মাইক্রোসফট এবং ওয়ালটনের যৌথ উদ্যোগে আসছে ল্যাপটপ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে সাড়া জাগাতে একসঙ্গে মাঠে নামছে তিন জায়ান্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান ইনটেল কর্পোরেশন, মাইক্রোসফট এবং বাংলাদেশের ওয়ালটন- এই তিন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ওয়ালটন ব্র্যান্ডের ব্যানারে বাংলাদেশের বাজারে একে একে আসছে বিভিন্ন আইটি পণ্য। প্রথম প্রোডাক্ট হিসেবে চলতি মাসের শেষের দিকে বাজারে আসছে ওয়ালটন ল্যাপটপ। এই উদ্যোগে সার্বিক সহায়তা দিচ্ছে ইনটেল এবং মাইক্রোসফট। জানা গেছে, বাংলাদেশে প্রথমবারের মতো কম্পিউটার হার্ডওয়্যার উৎপাদনে যাচ্ছে ওয়ালটন। তৈরি হবে বিশ্বের লেটেস্ট প্রযুক্তির ইলেকট্রনিক্স মাদারবোর্ড। ইউরোপ থেকে আনা হয়েছে মাদারবোর্ড কারখানার প্রযুক্তি। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা কমপ্লেক্সে বিশাল পরিসরে চলছে মেশিনারিজ ইনস্টলেশন। এর আগে জাপান থেকে এসেছে এসএমটি (সারফেস মাউন্টিং টেকনোলজি) এবং এআই (অটো ইনসারশন) টেকনোলজি, যা এখন উৎপাদনে আছে। -অর্থনৈতিক রিপোর্টার
×