ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামানতবিহীন ঋণ দেয়ায় অগ্রণী ব্যাংকের ২২৫ কোটি টাকা ক্ষতি

প্রকাশিত: ০৬:৩৩, ২১ সেপ্টেম্বর ২০১৬

জামানতবিহীন ঋণ দেয়ায় অগ্রণী ব্যাংকের ২২৫ কোটি টাকা ক্ষতি

সংসদ রিপোর্টার ॥ অপরিশোধিত ভোজ্য তেল আমদানিতে সহায়ক জামানতবিহীন ঋণ দেয়ায় অগ্রণী ব্যাংকের ২২৫ কোটি ২৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। ব্যাংকের কতিপয় কর্মকর্তার যোগসাজশে বার বার ক্যাশ এলসি স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ ট্রাস্ট রিসিট (বিশ্বস্ততার পত্র), পিএডি ও পুনঃতফসিলকৃত ঋণ আদায় না হওয়ায় ব্যাংকের এ ক্ষতি হয়েছে। এ ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে দায়ী কোম্পানিগুলো যাতে অন্য কোন ব্যাংকে ভিন্ন নামে এলসি খুলতে না পারে সে ব্যাপারেও সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কমিটি। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, মোঃ আবদুস শহীদ, মোঃ শামসুল হক টুকু, মইন উদ্দীন খান বাদল এবং রেবেকা মমিন। দুর্দিন চলছে হাতে তৈরি দেশীয় পাদুকা শিল্পে অর্থনৈতিক রিপোর্টার ॥ চরম দুর্দিন চলছে হাতে তৈরি দেশীয় পাদুকা শিল্পের। চোরা পথে আসা বিদেশী জুতায় বাজার ছেয়ে যাওয়ায় প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কারখানা। উদ্যোক্তারা জানান, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্কের কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায়, হাতে তৈরি জুতার দাম কিছুটা বেশি পড়ে। গুণগত মান ভাল না হলেও দাম কম হওয়ায় ক্রেতারা লুফে নিচ্ছে বিদেশী জুতা। তাই, এই শিল্পকে বাঁচাতে জুতা আমদানির ওপর শুল্ক বাড়ানোর দাবি উদ্যোক্তাদের। কেউবা আঁকছে জুতার ডিজাইন, আর কেউবা কাঁচি ও লোহার চাকতি দিয়ে রেক্সিনে সেই ডিজাইন ফুটিয়ে তুলছে। কারিগরদের নিপুণ হাতে তৈরি এসব পাদুকা শহর এবং গ্রামের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চাহিদাই শুধু পূরণ করেনি, কর্মসংস্থান করেছে কয়েক লাখ শ্রমিকের।
×