ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকার পাটের সুদিন ফেরাতে সক্ষম হয়েছে ॥ মির্জা আজম

প্রকাশিত: ০৬:৩৩, ২১ সেপ্টেম্বর ২০১৬

সরকার পাটের সুদিন ফেরাতে সক্ষম হয়েছে ॥ মির্জা আজম

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশকে আবারও সোনালী আঁশের দেশ হিসেবে রূপান্তর করে সরকার পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। তিনি বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ সুষ্ঠুভাবে শতভাগ বাস্তবায়ন করা হয়েছে । খুব তাড়াতাড়ি আরও ১২টি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকে কৃষিপণ্য হিসেবে ঘোষণা করেছেন। মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভা কক্ষে পাট বিষয়ক উপদেষ্টা কমিটির সভায় তিনি এসব কথা বলেন । এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে সচিব এম এ কাদের সরকার, বিজেএমসি চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান, অতিরিক্ত সচিব নজরুল আনোয়ার ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, পরিকল্পনা কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং পাট বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পাটজাত পণ্যকে কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্যের তালিকাভুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর প্রদত্ত সানুগ্রহ ঘোষণাকে জরুরী ভিত্তিতে বাস্তবায়ন বিষয়ে অগ্রগতি পর্যালোচনা হয়। পাটশিল্পের ব্লক ঋণ ফেরত দেয়ার সময় ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার বিষয়ে আলোচনা হয়। ইডিএফ ফান্ডের ন্যায় পাটশিল্পের জন্য ২ ভাগ সুদে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল তৈরি করার বিষয়েও আলোচনা হয় । বেতারের যন্ত্রপাতি আমদানিতে আগাম অনুমতি লাগবে অর্থনৈতিক রিপোর্টার ॥ বেতারের সব ধরনের যন্ত্রপাতি আমদানি, বাজারজাত ও বিক্রির আগে এখন থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমতি নিতে হবে। সোমবার বিটিআরসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। আমদানি নীতি আদেশ ২০১২-১৫ এর ৫১ ধারা অনুযায়ী এ আদেশ দেয়া হলো। এতে বলা হয়েছে, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বিটিআরসির অনুমতি ছাড়াও মোবাইল ফোন সেট, ট্যাবলেট, পিসি, ওয়াকিটকি, রিপিটার, ফিক্সড ওয়ারলেস ফোন, মডেম আমদানি, ইজার ও বিক্রি করছে। ভুটান সার্ক বাণিজ্য মেলায় বাংলাদেশী পণ্য অর্থনৈতিক রিপোর্টার ॥ ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত এয়োদশ সার্ক বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে ওয়ালটন। ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত উচ্চমানের আকর্ষণীয় ওয়ালটন পণ্য ক্রয়ে আগ্রহ দেখিয়েছেন সার্ক অঞ্চলের ব্যবসায়ীরা। অনেকেই ওয়ালটন পণ্য ক্রয় এবং কারখানা পরিদর্শনে বাংলাদেশে আসছেন শীঘ্রই। জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর ভুটানের থিম্পুতে চাংগলিমিথাং স্টেডিয়ামে শুরু হয় ছয়দিনের ১৩তম সার্ক বাণিজ্য মেলা। ভুটান দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজক হলো। এতে সার্কভুক্ত দেশগুলোর ১৭৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে ছিল বাংলাদেশের ১১টি, ভারতের ৫২টি, নেপালের ৮২টি এবং ভুটানের ৩৭টি প্রতিষ্ঠান। আয়োজন করে ভুটান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি। মেলায় প্রদর্শিত হয় বাংলাদেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটনের গ্লাস ডোর ও ফ্রস্ট ফ্রিজ, স্মার্ট টেলিভিশন, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডার, এলইডি বাল্ব, প্যানেল লাইট এবং ইলেকট্রিক সুইচ-সকেট ইত্যাদি।
×