ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফরচুন সুজের আইপিও লটারি আজ

প্রকাশিত: ০৬:৩১, ২১ সেপ্টেম্বর ২০১৬

ফরচুন সুজের আইপিও লটারি আজ

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া পাদুকা খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের আইপিও লটারির ড্র বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, রমনায় অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৫৭৯তম সভায় প্রিমিয়াম ছাড়া এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়া হয়। আর আইপিওতে ১৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত বিনিয়োগকারীদের আবেদন গ্রহণ কারা হয়। জানা যায়, পুঁজিবাজারে ২ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ২২ কোটি টাকা সংগ্রহ করবে ফরচুন সুজ। আর অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি। আর উত্তোলিত টাকা দিয়ে ভবন নির্মাণ, মেশিন ও সরঞ্জাম ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে রূপালী লাইফ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মার্জিন ঋণধারীদের তথ্য চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউস ও ডিপির কাছে আগামী ৬ অক্টোবরের আগেই মার্জিন ঋণধারীদের তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের নাম, বিওআইডি নম্বর, ক্লাইন্ট ওয়াইজ শেয়ারহোল্ডিং পজিশন ও মার্জিন ঋণধারীদের যোগাযোগের নম্বর পাঠাতে বলেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×