ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৮ মাসে সর্বোচ্চ অবস্থানে ডিএসইর সূচক

প্রকাশিত: ০৬:৩০, ২১ সেপ্টেম্বর ২০১৬

৮ মাসে সর্বোচ্চ অবস্থানে ডিএসইর সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা ১০ কার্যদিবস মূল্য সূচকের উর্ধগতি ঘটেছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ার কারণে বাজারটির সার্বিক সূচক ডিএসইএক্স গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। এছাড়া ঈদের দীর্ঘ ছুটির পর দ্বিতীয় দিনের মতো বাজারের লেনদেন ৫শ’ কোটি টাকা হয়েছে। একইসঙ্গে লেনদেনের শীর্ষ তালিকায় ফিরে এসেছে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিগুলো। ব্যাংক, আর্থিক খাতের দর কমলেও প্রকৌশল খাতের কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বেশি ছিল। খাতটির তালিকাভুক্ত ৩২টি কোম্পানির মধ্যে ২৩ দর বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, সকালেই সূচকের উর্ধগতি দিয়ে উভয় বাজারের লেনদেন শুরু হয়। বিনিয়োগকারীদের অংশগ্রহণও দিনটিতে ভাল ছিল। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৯৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩৯.১৩ পয়েন্ট উঠে এসেছে। যা গত ৮ মাস। এর আগে গত ২৪ জানুয়ারি ডিএসইর সূচকের এই অবস্থান ছিল। এদিকে গত ৩১ আগস্ট থেকে ডিএসইর সূচক টানা উত্থানে রয়েছে। এ সময়ে লেনদেন হওয়া ১০ কার্যদিবসের মধ্যে ঈদ-উল-আযহার আগে ৭ কার্যদিবস ও পরে ৩ কার্যদিবস উত্থান হয়েছে। মঙ্গলবার ডিএসইতে ৫৩৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে ছিল ৫৪০ কোটি ২৬ লাখ টাকা। এদিন ডিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১১৬টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা একমি ল্যাবরেটরিজের ২৭ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গারবিডি। লেনদেনে এরপর রয়েছে- শাহজিবাজার পাওয়ার, বিএসসি, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসিসিএল, ডরিন পাওয়ার, এমজেএল বিডি ও ন্যাশনাল টিউবস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : রেনউইক যজ্ঞেশ্বর, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সিঙ্গার বিডি, সাইফ পাওয়ার টেক, এ্যাপোলো ইস্পাত, রূপালী লাইফ, ডরিন পাওয়ার, জিএসপি ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ও ফু-ওয়াং সিরামিক। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : মডার্ন ডাইং, স্ট্যান্ডার্ড সিরামিক, রহিমা ফুড, ঝিল বাংলা, পিপলস ইন্স্যুরেন্স, ইমাম বাটন, রহিম টেক্সটাইল, জিবিবি পাওয়ার, প্রাইম ফাইন্যান্স ও তুং হাই। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক ৩৫.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৬৯২.৯৫ পয়েন্টে। এদিন সিএসইতে ২৯ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৪৬টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
×