ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘাস দিয়ে তৈরি স্মার্টফোনের আচ্ছাদন

প্রকাশিত: ০৬:০৮, ২১ সেপ্টেম্বর ২০১৬

ঘাস দিয়ে তৈরি স্মার্টফোনের আচ্ছাদন

বিশ্বাস করুণ আর নাই করুন। এবার এব ব্রিটিশ প্রযুক্তি বিষয়ক ডিজাইনার ঘাস দিয়ে স্মার্টফোনের আচ্ছাদন তৈরি করে আলোচনায় এসেছেন। স্মার্টফোনের এই আচ্ছাদনকে শতভাগ পরিবেশবান্ধব বলে ঘোষণা দিয়েছেন ডিজাইনার সেন মাইলস। মাঠ পরিষ্কার করার পর ফেলে দেয়া ঘাস থেকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই আচ্ছাদন তৈরি করেছেন তিনি। সেন মাইলস এটির নাম দিয়েছেন ওটু-রিসাইকল। তার মতে বিশ্বের বড়বড় সব টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান এই ধরনের পরিবেশবান্ধব মোবাইল সামগ্রী তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে এই আবিষ্কার মাইলফলক হয়ে থাকবে বলে দাবি সেন মাইলসের। এখন এই আবিষ্কার ব্যাপকহারে ব্যবহারের চিন্তা-ভাবনা করছেন গবেষকরা।-স্টিম ম্যাগাজিন অবলম্বনে।
×