ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রংপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৬:০৭, ২১ সেপ্টেম্বর ২০১৬

রংপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২০ সেপ্টেম্বর ॥ পীরগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হুমায়ুন কবীর নামে এক কুখ্যাত ডাকাত নিহত হয়েছে। এ ছাড়া ডাকাত দলের গুলিতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। সোমবার গভীররাতে চ-িপুরের ত্রিমোহনীপুলের নিকট ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত হুমায়ন কবীর (৩২) বরিশাল জেলা সদরের ডেকুলিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বলে জানা গেছে। পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম মঙ্গলবার সকালে সাংবাদিকদের জানান, উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ছোট উজিরপুর গ্রামের পাট ব্যবসায়ী হাফিজুর রহমান (৩৬) সোমবার বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ-এর পীরগঞ্জ শাখা থেকে ১৩ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ সময় একটি সাদা মাইক্রোবাসে করে ডিবি পুলিশ পরিচয়ে এক ডাকাত দল তার পিছু নেয়। ডাকাতরা ওই সড়কের নিয়ামতপুরে পৌঁছলে মাইক্রোবাস দিয়ে হাফিজুরের পথরোধ করে। এ সময় ডিবি পুলিশের পোশাকে ডাকাত দলের ৫/৬ জন সদস্য মাইক্রো থেকে নেমে ব্যবসায়ী হাফিজুরকে বেধড়ক মারপিট করে। পরে এলাকাবাসী এগিয়ে এলে তাদের দুর্বৃত্তরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি দিলে জনগণ পিছু হটে। এ সুযোগে ডাকাতরা হাফিজুরকে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে খালাশপীরের দিকে নিয়ে যায়। খবর পেয়ে পীরগঞ্জ থানার পুলিশ ডাকাত দলকে ধরতে ধাওয়া করে পার্শ্ববর্তী মিঠাপুকুর থানা পুলিশ ও জনতার সহযোগিতায় মিঠাপুকুরের শাল্টি গোপালপুর থেকে মাইক্রোবাসসহ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করে। এরা হলো, মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখাড়া গ্রামের ইসলাম হাওলাদারের পুত্র ইউসুব হাওলাদার (২৬), বরিশালের সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র হুমায়ুন কবির (৩২), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলক গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের পুত্র জাহাঙ্গীর আলম (২৮), ভোলা জেলা সদরের বাংলাবাজার গ্রামের মৃত-শফিকুল ইসলামের পুত্র সাব্বির আলী (১৮), চাঁদপুরের মতলব উপজেলার উত্তর ফতেপুর গ্রামের মৃত নেওয়াজ আলী প্রধানের পুত্র মোহন প্রধান (৩৩)। এ সময় পুলিশ ডাকাতি হওয়া টাকার মধ্যে বিভিন্নভাবে ৯ লাখ ৭৬ হাজার টাকা, ডিবি পুলিশের পোশাক, ১টি ওয়াকিটকি, ১টি ডিটেক্টর মেশিন ও ১টি পিস্তল উদ্ধার করে। ওসি আরও জানান, সোমবার রাতে ডাকাত দলের নেতা হুমায়ন কবীরের স্বীকারোক্তি মোতাবেক তাকে নিয়ে চ-িপুরের ত্রিমোহনীপুলের নিকট থেকে অস্ত্র উদ্ধারে গেলে হুমায়ুনের অপর সহযোগী সদস্যরা পুলিশকে লক্ষ্য করে বন্দুকের গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে ডাকাত দলের দলনেতা হুমায়ন কবীর নিহত ও ৩ পুলিশ সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যরা হলেন, এ এসআই নাজিবুল, কং মান্নান ও মিজু। ওই ঘটনায় পীরগঞ্জ থানায় গত সোমবার রাতে ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর-২৪।
×