ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তনু হত্যার ৬ মাস

খুনীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কুমিল্লায় সমাবেশ

প্রকাশিত: ০৬:০৭, ২১ সেপ্টেম্বর ২০১৬

খুনীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কুমিল্লায় সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২০ সেপ্টেম্বর ॥ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকা-ের ছয় মাস পূর্ণ হলো। এ সময় ঘাতকদের শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি তদন্তকারী সংস্থা। প্রকৃত খুনীদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে প্রতিবাদ সমাবেশ করে গণজাগরণ মঞ্চ-কুমিল্লা এবং অচীন পাখি বাউল গোষ্ঠী। সমাবেশ শেষে গণজাগরণ মঞ্চ-কুমিল্লা ও বাউল গোষ্ঠী নগরীতে প্রতিবাদী পদযাত্রা বের করে এবং নগর পার্কের জামতলায় বাউল সঙ্গীত পরিবেশন করে। প্রতিবাদী সমাবেশে তনুর মা আনোয়ারা বেগম বলেন, আমি আমার মেয়ে হত্যার সত্যিকার তদন্ত ও বিচার চাই। ছয় মাস পার হয়ে গেল এখনও আসামি শনাক্ত হয়নি, তদন্তেরও কোন অগ্রগতি দেখছি না। মেয়ের চিন্তায় আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে। ঈদের দিন মসজিদে নামাজ পড়তে গিয়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। দেশবাসীর কাছে, মিডিয়ার কাছে, সরকারের কাছে আমার একটাই প্রার্থনা তনু হত্যার বিচার করা হোক। তিনি আরও বলেন, কেউ আমাদের সাহস দেয় না। খালি বলে আপনি বাসায় বসে থাকেন। আমি যে এত কষ্ট করে সন্তানদের মানুষ করতে চেয়েছি এর কি কোন মূল্য নাই? আমাকে বলে আইনের আশ্রয়ে আসুন। আমি তো আইনের সাহায্য চাইছি। আমি সরকারের কাছে আমার মেয়ে হত্যার বিচার চাই। নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চ-কুমিল্লার অন্যতম সংগঠক খায়রুল আনাম রায়হান, অচিন পাখি বাউল গোষ্ঠীর সংগঠক বাউল শিল্পী বজলুর রহমান বাবুল প্রমুখ। বক্তারা বলেন, ৬ মাস হয়ে গেলেও তনু হত্যাকা-ের তদন্তের কোন অগ্রগতি নেই। ময়নাতদন্তের নামে বিভ্রান্তিকর প্রতিবেদন দেয়া হয়েছে এবং সেসব চিকিৎসকরা এখনও বহাল তবিয়তে আছে। এ মামলার তদন্ত তদারক কর্মকর্তা ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে নতুন কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। এ নতুন কর্মকর্তা এ বিষয়ে এখনও কোন পদক্ষেপ গ্রহণ করেননি। আমাদের একটাই দাবি তনুর হত্যাকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক এবং তাদের কঠোর শাস্তি দেয়া হোক। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, তদন্ত একটি চলমান প্রক্রিয়া। তবে এ মামলার তদন্তে অগ্রগতি রয়েছে। যেহেতু মামলাটি তদন্তাধীন আছে, তাই এ বিষয়ে এখনই কোন মন্তব্য করা সমীচীন হবে না। উল্লেখ্য, গত ২০ মার্চ রাতে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়।
×