ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে বিদ্যুতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:০৬, ২১ সেপ্টেম্বর ২০১৬

নারায়ণগঞ্জে বিদ্যুতে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২০ সেপ্টেম্বর ॥ নারায়ণগঞ্জের বন্দরে গোসল করতে নেমে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে পুলিশের এক এসআইসহ ৭ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলার শুভকরদি এলাকায় চরধলেশ্বরীর একটি শাখা খালে। নিহতরা হলো- শুভকরদি এলাকার সেন্টু ঘোষের স্ত্রী কৃষ্ণা রানী ঘোষ (৩০) ও তার মেয়ে শান্তি রানী ঘোষ (৪) একই এলাকার কিতাবউদ্দিনের ছেলে সৌদি প্রবাসী মোঃ মাসুদ (৩৩)। এ ঘটনার দায়িত্বে অবহেলার দায়ে পল্লী বিদ্যুতের ডিজিএম, এজিএম এবং এক প্রকৌশলীসহ ৫ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে লাশ সৎকার ও দাফনের জন্য ২০ হাজার করে মোট ৬০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ ঘটনায় ২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে বন্দর উপজেলার শুভকরদি এলাকায় চরধলেশ্বরীর একটি খালের ওপর দিয়ে সরবরাহকৃত পল্লী বিদ্যুতের তার বৃষ্টির সময় বজ্রপাতে ছিঁড়ে পড়ে। এ খবর পেয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানরা তারটি জোড়া দিয়ে সংযোগ চালু করেন। এ সময় কৃষ্ণা ঘোষ ও তার মেয়ে শান্তি ঘোষ এবং পাশের সৌদি আরব প্রবাসী মাসুদসহ বেশ কয়েকজন গোসল করতে খালে নামে। এ অবস্থায় ওই তারটি আবার ছিঁড়ে পানিতে পড়ে বিদ্যুতায়িত হয়ে কৃষ্ণা ঘোষ ও তার মেয়ে শান্তি ঘোষ এবং মাসুদ মারা যায়। এ ঘটনায় আহত হয় কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মিজানুর রহমান, গ্রামবাসী শাফিনুর রহমান, খোদেজা বেগম, রোকশানা বেগম, রাকিবুর রহমান ও ববিতা রানী ঘোষসহ সাতজন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পল্লী বিদ্যুতের লাইনম্যানদের বিরুদ্ধে দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগ করেন এলাকাবাসী ও নিহতদের স্বজনরা। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক রাব্বী মিয়া, উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনার পর জেলা প্রশাসক রাব্বি মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিটি লাশের দাফন ও সৎকারের জন্য ২০ হাজার টাকা করে নগদ অনুদান দেন। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবুল কালাম জানান, বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতের পুল থেকে স্পার্ক করে বিদ্যুতায়িত হয়ে ৩ জন নিহত হয়েছে। পল্লী বিদ্যুত নারায়ণগঞ্জের জোনের জিএমের দায়িত্বে থাকা ডিজিএম সন্তোষ কুমার সাহা জানান, ধারণা করা হচ্ছে বিদ্যুতায়িত হয়ে তিনজন মারা গেছে। এ বিষয়ে ডিজিএম গোলাম মোস্তফাকে প্রধান করে ২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বন্দরের ডিজিএম জাকির হোসেন, এজিএম আব্দুস সালাম, প্রকৌশলী মমিনুর রহমান, লাইনম্যান নুরুল ইসলাম ও লাইনম্যান হোসেন আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া সাংবাদিকদের জানান, পল্লী বিদ্যুতের লাইনম্যানদের বিরুদ্ধে দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
×