ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে সুচির বৈঠক

প্রকাশিত: ০৮:৫৬, ২০ সেপ্টেম্বর ২০১৬

নিউইয়র্কে শেখ হাসিনার সঙ্গে সুচির বৈঠক

বিডিনিউজ ॥ নিউইয়র্কে সোমবার সকালে মিয়ানমারের ‘স্টেট কাউন্সিলর’ ও পররাষ্ট্রমন্ত্রী আউং সান সুচির সঙ্গে বৈঠক হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত দুই নেতা সোমবার সকালে বৈঠকে বসেন। নিজ নিজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সংগ্রামী শেখ হাসিনা ও সুচিকে বৈঠকে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায়। দুজনের বাবাই ছিলেন প্রতিবেশী দেশ দুটির স্বাধীনতা সংগ্রামের নায়ক। আউং সান সুচির সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকটি জাতিসংঘ সদর দফতরে হয়। তবে শেখ হাসিনার সঙ্গে সু চির বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিউইয়র্কে প্রথম কর্মসূচীতে সোমবার জাতিসংঘের সদর দফতরে উদ্বাস্তু ও অভিবাসনের ওপর সাধারণ পরিষদের প্লেনারি বৈঠকে ভাষণ দেন শেখ হাসিনা। এরপর তার সঙ্গে সু চির বৈঠক হয়। বিকেলে জাতিসংঘে ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, রেগুলার এ্যান্ড অর্ডারলি মাইগ্রেশন: টুওয়ার্ডস রিয়ালাইজিং দ্য ২০৩০ এজেন্ডা ফর সাসটেনেবল ডেভেলপমেন্ট এ্যান্ড এ্যাচিভিং ফুল রেসপেক্ট ফর দ্য হিউম্যান রাইটস এ্যান্ড মাইগ্র্যান্টস’ শীর্ষক গোলটেবিলে কো-চেয়ারের দায়িত্ব পালনের কথা রয়েছে শেখ হাসিনার।
×