ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাজীপুরে কাউন্সিলরের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রকাশিত: ০৮:৫২, ২০ সেপ্টেম্বর ২০১৬

গাজীপুরে কাউন্সিলরের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর সোলায়মান মিয়ার স্ত্রী টুম্পাকে নির্যাতনে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নুশরাত জাহান টুম্পা (৩০)। কোনাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামের মেয়ে। নজরুল ইসলাম অভিযোগ করেন, রবিবার বিকেলে ছেলে নাফিকে (৮) উত্তরায় শ্বশুরের বাসায় রেখে সোলায়মান তার স্ত্রী টুম্পা, টুম্পার ভাই সাঈদ ও টুম্পার ভাবিকে নিয়ে ঢাকার বসুন্ধরা এলাকায় বেড়াতে যান। সেখান থেকে যমুনা ফিউচার পার্কে যাওয়ার সময় গাড়িতে সোলায়মান মিয়ার মোবাইলে অন্য একটি মেয়ের ছবি দেখতে পেয়ে স্বামীর সঙ্গে টুম্পার ঝগড়া ও কথা কাটাকাটি হয়। রাতে সোলায়মান ও টুম্পা বাসায় ফিরে আসে। পরদিন সন্ধ্যায় উত্তরা থানার পুলিশ টুম্পার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠায়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্বজনরা দাবি করেছেন। তাদের ধারণা টুম্পাকে রাতে নির্যাতন করে হত্যার পর সোলায়মান বাসার দরজায় তালা লাগিয়ে পালিয়ে গেছে।
×