ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শাহজালালে রোবটসহ গোয়েন্দা সামগ্রী জব্দ

প্রকাশিত: ০৮:৪২, ২০ সেপ্টেম্বর ২০১৬

শাহজালালে রোবটসহ গোয়েন্দা সামগ্রী জব্দ

স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ কেজি ওজনের একটি বিশেষ রোবটসহ (হেলথ কেয়ার রোবট) গোয়েন্দা সামগ্রী জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মিথ্যা ঘোষণা দিয়ে খেলনা ও কম্পিউটার সামগ্রী হিসেবে খালাসের চেষ্টাকালে এয়ারফ্রেইট ইউনিটের বাইরে থেকে এগুলো আটক করা হয়। শুল্ক অধিদফতরের ডিজি ড. মঈনুল খান জানান, পণ্য চালানের বিষয়ে গোপন সংবাদ থাকায় গত ৮ সেপ্টেম্বর শাহজালালের এয়ারফ্রেইটের ১নং গেট দিয়ে বের করার পর শুল্ক গোয়েন্দারা ২৪টি কার্টন পণ্য চালানটি সাময়িক আটক করা হয়। মঈনুল খান বলেন, চালানটি থেকে একটি রোবট, ১২০ স্মার্ট ওয়াচ (সিম স্পট সংযুক্ত), ১০ মিনি ডিজিটাল ও ২৫ পেন ক্যামেরা (গোয়েন্দা ডিভাইস), ৬৩ ইথারনেট সুইস, ২৫টি এ্যানটেনা, ১৯টি বেজ স্টেশনসহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং সামগ্রী পাওয়া যায়। রোবটের প্যাকেটে লেখা আছে ‘হেলথ কেয়ার রোবট’। এতে রিমোট কন্ট্রোলসহ ক্যামেরা ও মিউজিক বক্স সংযুক্ত করা আছে।
×