ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা প্রথম পত্র

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:১০, ২০ সেপ্টেম্বর ২০১৬

এইচ এস সি পরীক্ষার প্রস্তুতি

১.প্রগল্ভে দাম্ভিকতার সঙ্গে কে যজ্ঞাগারে প্রবেশ করে? ক) মেগনাদ যজ্ঞাগারে খ) লক্ষ্মণ গ) বিভীষণ যজ্ঞাগারে ঘ) লক্ষ্মণ লঙ্কাপুরীতে ২.‘গোয়ালপোরা গরু’ বলতে কী বোঝায়? ক) গোয়াল পালানো গরু খ) গোয়াল ভরা গরু গ) গোয়ালশূন্য গরু ঘ) গোয়ালে পুড়েছে যে ৩. প্রৌঢ়া বিধবা মানে- ক) প্রবীণ স্বামীহীন নারী খ) স্বামীহীন তেজস্বী নারী গ) চলি শোর্ধ্ব স্বামীহীন নারী ঘ) অল্পবয়সী স্বামীহীন নারী ৪.আফিমের ঘোরে কমলাকান্ত বিড়ালকে কী মনে করেছিল? ক) নেপোলিয়ন খ) প্রসন্ন গ) ডিউক ঘ) মঙ্গলা ৫.‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতার শহরের পথে কৃষ্ণচূড়া ফুটেছে- ক) থরে থরে খ) ঝাঁকে ঝাঁকে গ) নিবিড় হয়ে ঘ) থোকা থোকা ৬.‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতার কবি কার মৃত্যুর কথা বলেছেন? ক) যুদ্ধে যাওয়া ভাইয়ের খ) গর্ভবতী বোনের গ) তাঁর মার ঘ) তাঁর বাবার ৭.কবির কোনটি সর্বত্রগামী হয়নি? ক) কবিতা খ) গান গ) সুর ঘ) কথা ৮.আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ কোনটি? ক) সভ্যতার সঙ্কট খ) সংস্কৃতি কথা গ) সংস্কৃতির ভাঙা সেতু ঘ) শিক্ষা ও মনুষ্যত্ব ৯.সাম্য শব্দের অর্থ- র. সমদির্শিতা রর. সমতা ররর. বৈসাদৃশ্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১০.বর্তমান যুগে আলেকজান্দ্রিয়ার মতো মেলানো-মেশানো জাদুঘর কোনটি? ক) ব্রিটিশ মিউজিয়াম খ) লুভ্যর মিউজিয়াম গ)এ্যাশমোলিয়ান মিউজিয়াম ঘ) হার্মিটেজ ১১.‘সেই অস্ত্র’ কবিতাটির প্রথম চরণ কোনটি? ক) যে অস্ত্র উত্তোলিত হরে খ) আমাকে ফিরিয়ে দাও গ) সেই অমোঘ অনন্য অস্ত্র ঘ) আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও ১২.পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থের নাম কী? ক) জেন্দা খ) আবেস্তা গ) উপনিষদ ঘ) গ্রন্থসাহেব ১৩.রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন? ক) ১৯৪০ খ) ১৯৪১ গ) ১৯৪৩ ঘ) ১৯৪৫ ১৪. খোকা যেতে নিজেও দিবারাত্রি মাল খেয়ে মারা গেছে কে? ক) আহ্লাদির বাবা খ) মাসির স্বামী গ) পিসির স্বামী ঘ) কানাই ১৫.‘ ঘড় পষড়হি রিষষ বাবৎ নবধঃ যরস.’ কর্নেল ক্লাইভ যাদের উদ্দেশে সংলাপটি করেন? ক) ওয়াটস ও মিরন খ) মিরন ও মোহাম্মদি বেগ গ) ওযাটস ও মিরজাফর ঘ) মিরজাফর ও মিরন ১৬.সুকান্ত ভট্টার্যের বিখাত কাব্যগ্রন্থের নাম কী? ক) পূর্বাভাস খ) ঘুম নেই গ) ছাড়পত্র ঘ) অভিযান ১৭. সেই অস্ত্র উত্তোলিত হলে- র. অরণ্য আরও সবুজ হবে রর. অরণ্য ফ্যাকাশে হয়ে যাবে ররর. পৃথিবী অরণ্যশূন্য হবে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও ররর ১৮.মজিদ মোজনাজাতে ভঙ্গিতে দাঁড়িয়ে ছিল কেন? ক) আল্লাহ সন্তুষ্টি অর্জনে খ) আল্লাহওয়ালা ভাব প্রদর্শনে গ) গভীর ধ্যানে ঘ) পীরসাহেবের আদেশে ১৯.‘আমরা কি তাঁর মতো কবিতার কথা বলতে পারব’- পঙ্ক্তিটিতে কবিমনের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ক) আনন্দ খ) বিস্ময় গ) হতাশা ঘ) শঙ্কা ২০.গর্ভাবস্থায় মেয়েদের কার কাছে থাকতে হয় বলে মাসি জানায়? ক) মাসি-পিসির কাছে খ) বাবা-মার কাছে গ) দাদি-নানির কাছে ঘ) মা-মাসির কাছে ২১.‘নবাবি চাল’ বলতে কী বোঝানো হয়েছে? ক) অলস সময় কাটানো খ) অসৎ উপার্জন গ) উৎপাদনহীন অবস্থা ঘ) অনুকরণপ্রিয়তা সঠিক উত্তর ১. (খ) ২. (খ) ৩. (গ) ৪. (গ) ৫. (গ) ৬. (খ) ৭. (ক) ৮. (গ) ৯. (ক) ১০. (ক) ১১. (ঘ) ১২. (খ) ১৩. (খ) ১৪. (গ) ১৫. (গ) ১৬. (গ) ১৭. (ক) ১৮. (খ) ১৯. (ঘ) ২০. (ঘ) ২১. (ঘ)
×