ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আবেগী কিরণের প্রত্যাশা ...

প্রকাশিত: ০৬:৪৭, ২০ সেপ্টেম্বর ২০১৬

আবেগী কিরণের প্রত্যাশা ...

স্পোর্টস রিপোর্টার ॥ মঞ্চে উঠলেন বেশ শান্ত ভঙ্গিতেই। যখন মাইক্রোফোনে কথা বলতে শুরু করেন, তখন মনে হয়েছিল বাকি সবার মতোই একই ধরনের বক্তব্য দেবেন তিনি। কিন্তু না। সবাইকে অবাক করে দিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন মাহফুজা আক্তার কিরণ। বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, ‘আমার অন্তরের অন্তস্তল থেকে মেয়েদের জানাই অভিনন্দন ও ধন্যবাদ। তোমরা এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে নাম লিখিয়ে গর্বিত করেছ গোটা জাতিকে।’ কিরণ আরও যোগ করেন, ‘মেয়েদের আমি সর্বদাই সুশৃঙ্খল পেয়েছি। তারা নিজেদের সর্বোচ্চ নৈপুণ্য দিয়েই মাঠে খেলেছে। আমি তো এদের নিয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতাম দুটি। আমরা এশিয়ার শীর্ষ দশে যাব এবং বিশ্বকাপের মূলপর্বে খেলব। প্রথম স্বপ্নটি পূরণ হয়েছে। আমরা এখন সেরা আটে। আশা করি পরেরটাও বাস্তবে রূপ দেবে মেয়েরা। তারা দেশের মুখ আরও উজ্জ্বল করবে।’ কিরণ বলেন, ‘অভিনন্দন জানাতে চাই সেই সব মেয়েদের, যারা নিজেদের সর্বস্ব উজার করে দিয়ে দেশের জন্য সম্মান বয়ে এনেছে। তাদের যেভাবে বলেছি তারা সেভাবেই চলেছে। এশিয়ান বিচ গেমসে বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ভিয়েতনামের ডানাংয়ে এশিয়ান বিচ গেমস অনুষ্ঠিত হবে। এই গেমসে বাংলাদেশ থেকে বিচ হ্যান্ডবল, বিচ কাবাডি, বিচ এ্যাথলেটিক্স, ৩দ্ধ৩ বাস্কেটবল এবং বিচ ভলিবলসহ পাঁচ ডিসিপ্লিনে ২৯ সদস্যবিশিষ্ট দল অংশ নেবে। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন। কাবাডি ও এ্যাথলেটিক্স দল আগামী ২০ সেপ্টেম্বর, হ্যান্ডবল ও ভলিবল দল আগামী ২২ সেপ্টেম্বর এবং বাস্কেটবল দল আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৫ মিনিটে বিমানযোগে ভিয়েতনামের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।
×