ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভুল হতেই পারে ॥ মরিনহো

প্রকাশিত: ০৬:৪৭, ২০ সেপ্টেম্বর ২০১৬

ভুল হতেই পারে ॥ মরিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন কোচ জোশে মরিনহোর অধীনে দুরন্ত শুরুই করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের শুরুতে জিতেছিল ঐতিহ্যবাহী কমিউনিটি শিল্ড। এরপর প্রথম তিন ম্যাচ জিতে ইংলিশ প্রিমিয়ার লীগে দুর্দান্ত সূচনা। কিন্তু এরপর থেকেই ছন্দপতন। টানা তিন ম্যাচ হেরে রীতিমতো বিধ্বস্ত রেড ডেভিলসরা। এ নিয়ে এখন শোরগোল ফুটবলাঙ্গনে। এমন ব্যর্থতার কারণই বুঝতে পারছেন না গত মে মাসে তিন বছরের চুক্তিতে ম্যানইউতে যোগ দেয়া কোচ মরিনহো। তিনি বলেন, কমিউনিটি শিল্ড আর প্রিমিয়ার লীগে টানা তিন ম্যাচ জিতে মৌসুমটা খুব ভালভাবে শুরু করেছিলাম আমরা। আমার ধারণা, ম্যানচেস্টার ইউনাইটেডে কোন নতুন কোচের এটাই সেরা সূচনা। আমি কি ভেবেছিলাম যে আমার দল প্রস্তুত, নিখুঁত, অপরাজেয়? একদমই নয়। আমরা যে নিখুঁত দল নই সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন। তবে খেলোয়াড়দের ভুল হতেই পারে। তবে এ অবস্থা থেকে বের হয়ে আসতে চান পর্তুগীজ লৌহমানব। বলেন, খেলোয়াড়রা নেতিবাচক সময়ের সঙ্গে কীভাবে মানিয়ে নিতে পারে তা নিয়ে আমি চিন্তিত। কয়েকজন ভীষণ চাপের মধ্যে আছে। আমি জানি আমাকে এখন কী করতে হবে। সবার আগে প্রয়োজন দল আর প্রত্যেক খেলোয়াড়ের উন্নতি। রক্ষণভাগের ভুলগুলো শোধরানোর চেষ্টাও করতে হবে। তবে আমাদের যে অনেক উন্নতি করতে হবে তাতে কোন সন্দেহ নেই। রবিবার ওয়াটফোর্ডের কাছে হারের কারণ হিসেবে অবশ্য ভাগ্য ও রেফারিকে দুষেছেন মরিনহো। এ প্রসঙ্গে স্পেশাল ওয়ান বলেন, রেফারি ও লাইন্সম্যানের ভুল আমার নিয়ন্ত্রণে নয়। এর উন্নতিতে আমি কিছু করতে পারি না। আমরা রেফারিকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা সৌভাগ্যের মুহূর্তগুলো নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু ব্যক্তিগত আর দলগত ভুলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি। এআইপিএসে সম্মানিত ইকরামউজ্জমান স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান ক্রীড়া সাংবাদিক সংস্থা (এআইপিএস এশিয়া) প্রথমবারের মতো এআইপিএস এশিয়া ডে উদযাপন করতে যাচ্ছে। তুর্কেমিনিস্তানের রাজধানী আশখাবাদে আজ এই দিবস পালন করা হবে। প্রথম আয়োজনকে স্মরণীয় করে রাখতে এআইপিএস এশিয়া, সদস্যভুক্ত দেশগুলোর ক্রীড়া সাংবাদিক ও লেখকদের সম্মানিত করার উদ্যোগ নিয়েছে। প্রতি দেশ থেকে একজনকে এই সম্মাননা দেয়া হচ্ছে।
×