ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল, পেনাল্টি মিসের খেসারত দিলো মুক্তিযোদ্ধা, শেখ জামাল ৩-২ মুক্তিযোদ্ধা

কষ্টার্জিত জয়ে শীর্ষে শেখ জামাল

প্রকাশিত: ০৬:৪৬, ২০ সেপ্টেম্বর ২০১৬

কষ্টার্জিত জয়ে শীর্ষে শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ এক দলের সামনে ছিল শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ। আরেক দলের লক্ষ্য ছিল তাদের কাছ থেকে শীর্ষস্থানটি কেড়ে নেয়ার। এই লড়াইয়ে অবশেষে জিতেছে দ্বিতীয় দলটিই। বর্তমান লীগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড হেসেছে বিজয়ীর হাসি। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে সোমবারের (রাতে অনুষ্ঠিত) খেলায় তারা ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে এগিয়ে ছিল ৩-১ গোলে। এই জয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় থেকে প্রথম অবস্থানে উঠে এলো শেখ জামাল। ৭ খেলায় এটি তাদের চতুর্থ জয় (৩ ড্র), পয়েন্ট ১৫। সমান ম্যাচে এটি মুক্তিযোদ্ধার প্রথম হার (৩ ড্র)। পয়েন্ট ১২। এই হারে শীর্ষস্থান থেকে এক ধাক্কায় অবনমিত হয়ে এক থেকে চার নম্বরে নেমে গেল তারা। খেলার ৫ মিনিটেই গোল করে এগিয়ে যায় শেখ জামাল। নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন গোল করে এগিয়ে নেন দলকে (১-০)। এর তিন মিনিট পরেই আবারও ব্যবধান দ্বিগুণ করে বেঙ্গল ইয়োলোরা। আবারও গোলদাতা সেই এমেকাই, এবার পেনাল্টি থেকে গোলটি করেন তিনি (২-০)। লীগে এটা এমেকার ব্যক্তিগত চতুর্থ গোল। ১৩ মিনিটে পেনাল্টি পেয়েও তা থেকে গোল করতে ব্যর্থ হয় মুক্তিযোদ্ধা। নাইজিরিয়ান ফরোয়ার্ড আহমেদ কোলো মুসার দুর্বল গড়ানো পেনাল্টি শটটি অনায়াসেই রুখে দেন জামালের গোলরক্ষক মাকসুদুর রহমান। ৩৪ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে ডান পায়ের দর্শনীয় উঁচু শটে গোল করেন জামালের অধিনায়ক-হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এ্যানসেলমে (৩-০)। লীগে এটা ওয়েডসনের ব্যক্তিগত পঞ্চম গোল। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফরোয়ার্ড তৌহিদুল আলম তৌহিদ গোল করে ব্যবধান কমান মুক্তিযোদ্ধার পক্ষে (১-৩)। ৭৭ মিনিটে মুক্তিযোদ্ধার নাইজিরিয়ান মিডফিল্ডার সাইমন ইজেওদিকা ডি-বক্সের ঠিক বাইরে থেকে দর্শনীয় উঁচু শটে গোল করলে জমে উঠে ম্যাচ (২-৩)। এর তিন মিনিট পরেই ফরোয়ার্ড মোহাম্মদ শিহাব দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে বহিষ্কৃত হলে চাপে পড়ে জামাল। দশজনের দলে পরিণত হয় তারা। এই সুযোগে জামালকে চেপে ধরে মুক্তিযোদ্ধা। কিন্তু তাদের প্রচেষ্টা আর আলোর মুখ দেখেনি। ফলে ম্যাচ শেষ হলে পেনাল্টি মিসের খেসারত দিয়ে হারের জ্বালা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
×