ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল, বিজেএমসি ২-১ উত্তর বারিধারা

প্রথম জয়ে বিজেএমসির তিন ধাপ উন্নতি

প্রকাশিত: ০৬:৪৬, ২০ সেপ্টেম্বর ২০১৬

প্রথম জয়ে বিজেএমসির তিন ধাপ উন্নতি

স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় একমাসের বিরতি শেষে আবারও মাঠে গড়িয়েছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসরের। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে এতদিন পর্যন্ত কোন জয় ছিল না টিম বিজেএমসির। সোমবার অবশেষে সেই অধরা জয়ের মুখ দেখল তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে তারা উত্তর বারিধারাকে ২-১ গোলে হারায়। সব গোল খেলার প্রথমার্ধেই হয়। বিজয়ী দলের নাইজিরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু করেন জোড়া গোল। এই জয়ে তিন ধাপ উন্নতি ঘটল বিজেএমসির। পয়েন্ট টেবিলে দশম থেকে সপ্তম স্থানে উঠে এসেছে সোনালি আঁশের দল। তাদের সংগ্রহ ৭ ম্যাচে ৭ পয়েন্ট। সমান ম্যাচে বারিধারার ৩ পয়েন্ট। অবস্থান ১২ দলের মধ্যে একাদশ। লীগের শুরু থেকেই খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না এই দুই দল। বিজেএমসি ষষ্ঠ রাউন্ড শেষ করেছিল দশম স্থানে থেকে। উত্তর বারিধারা ছয় ম্যাচে মাত্র একটিতে জয় পেয়ে ছিল আগের স্থানেই। তাই দু’দলেরই লক্ষ্য ছিল অন্তত তিন পয়েন্ট নিয়ে নিজেদের কিছুটা এগিয়ে নেয়া। সেই লক্ষ্যে বিজেএমসিই জয়ী। যদিও ম্যাচের ১০ মিনিটে প্রথম গোল করে উত্তর বারিধারাই। ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজের ফ্রি কিকে মিডফিল্ডার মাজহারুল ইসলাম সৌরভ দর্শনীয় হেডে বিজেএমসির জাল কাঁপালে উৎসবে মাতে রাশেদ হোসেন পাপ্পুর শিষ্যরা (১-০)। তবে তাদের এই আনন্দ মুছে যায় ১২ মিনিটেই। তাদের উৎসব ম্লান করেছে মং ক্র মারমার শিষ্যরা। ১২ মিনিটে একক প্রচেষ্ঠায় বল নিয়ে প্রতিপক্ষের অর্ধে ঢুকে পড়ে হেডে লক্ষ্যভেদ করে ম্যাচে সমতা আনেন বিজেএমসির নাইজিরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু (১-১)। ৪০ মিনিটে আবারও ব্যবধান দ্বিগুণ করে বিজেএমসি। ডানপ্রান্ত থেকে মিডফিল্ডার আব্দুল্লাহ আল পারভেজের বাড়িয়ে দেয়া বল গোল মুখে পেয়ে ডান পায়ের আলতো শটে প্রতিপক্ষের জালে পাঠান স্যামসন ইলিয়াসু (২-১)। লীগে এটি তার ব্যক্তিগত পঞ্চম গোল। দ্বিতীয়ার্ধে বারিধারা গোল শোধ কনতে মরিয়া হয়ে ওঠে। একাধিক আক্রমণও শাণায়। কিন্ত তাদের সেই প্রচেষ্টা বারবারই নসাৎ করে দেয় বিজেএমসির ডিফেন্ডাররা। ২-১ গোলের জয় নিয়ে নিজেদের তিন ধাপ এগিয়ে নেয়ার চিত্তসুখানুভূতি নিয়েই মাঠ ছাড়ে বিজেএমসি।
×