ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিরোপা স্বপ্ন পূরণ দোদিনের

প্রকাশিত: ০৬:৪৫, ২০ সেপ্টেম্বর ২০১৬

শিরোপা স্বপ্ন পূরণ দোদিনের

স্পোর্টস রিপোর্টার ॥ খুব বেশি দিনের ক্যারিয়ার নয়। তবে ইতোমধ্যেই ৫টি আইটিএফ শিরোপা হাতে তুলেছিলেন। ডব্লিউটিএ শিরোপা জয়ের অপেক্ষা করছিলেন। অবশেষে কুইবেক সিটিতে এসে স্বপ্নটা পূরণ হলো ফরাসী তরুণী ওসিয়ান দোদিনের। হার্ডকোর্ট টুর্নামেন্টের শিরোপা জিতেছেন তিনি। শুধু তাই নয় ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন। প্রথমবারের মতো এ ১৯ বছর বয়সী টেনিস তারকা ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের সেরা ১০০ নম্বরে জায়গা করে নিয়েছেন। কুইবেক সিটি টেনিস টুর্নামেন্টের ফাইনালে বিশেষ দৃষ্টি ছিল সবার। কারণ দুই অবাছাই তারকা এবং আগে কোন ডব্লিউটিএ শিরোপা না জেতা তারকার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। মার্কিন যুক্তরাষ্ট্রের কোয়ালিফায়ার ২২ বছর বয়সী লরেন ডেভিস র‌্যাঙ্কিংয়ে এগিয়ে ছিলেন দোদিনের চেয়ে। লরেন ১০৪ নম্বর আর দোদিন ১৩২। তবে এই আসরে একেবারেই দুরন্ত ছিলেন ফরাসী কন্যা। প্রথম রাউন্ডেই তিনি অঘটন ঘটিয়ে মিশন শুরু করেছিলেন। হারিয়ে দেন পঞ্চম বাছাই ব্রিটেনের নাওমি ব্রোডিকে। এরপর আর থামানো যায়নি দোদিনকে। আসরের সেরা বাছাই কানাডার ইউজেনি বাউচার্ডও বিদায় নিয়ে ফেলেন দ্বিতীয় রাউন্ডে। শেষ পর্যন্ত ফাইনালে দোদিনের মুখোমুখি হন লরেন। লরেনেরও দারুণ কেটেছে এবারের আসরটি। যদিও সেমিফাইনালে চরম প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছিলেন তিনি। ফাইনালে দোদিনের কাছে তাই পাত্তাই পাননি। ১ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াইয়ে ফরাসী তরুণী জিতেছেন ৬-৪, ৬-৩ সেটে। মোট ৬ ব্রেক পয়েন্ট জিতেছেন এদিন দোদিন। আর এর মাধ্যমে একটি স্বাপ্নিক সপ্তাহের ইতি ঘটেছে দোদিনের। প্রথমবারের মতো কোন ডব্লিউটিএ শিরোপা জিতেছেন। গত বছর দুটি মেজর টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন এ ফরাসী টেনিস তারকা। কুইবেকে শিরোপা জয়ের মাধ্যমে চলতি বছরে একমাত্র টিনেজার হিসেবে কোন ডব্লিউটিএ খেতাব জয় করলেন দোদিন। এর ফলে র‌্যাঙ্কিংয়ের সেরা ১০০-তে ঠাঁই করে নিয়েছেন তিনি। ক্যারিয়ারসেরা ৯৩ নম্বর অবস্থানে উঠে এসেছেন তিনি ৩৯ ধাপ লাফিয়ে।
×