ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইতালিয়ান সিরি এ, আলসেমিতে অখুশি জুভ কোচ এ্যালেগ্রি, তবু সতর্ক ইন্টার কোচ ফ্রাঙ্ক ডি বোর

ইন্টারের কাছে হার জুভেন্টাসের

প্রকাশিত: ০৬:৪৫, ২০ সেপ্টেম্বর ২০১৬

ইন্টারের কাছে হার জুভেন্টাসের

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি এ লীগে সবশেষ পাঁচ মৌসুমের চ্যাম্পিয়ন জুভেন্টাস। এবারও দলটি শুরু থেকেই ছিল অপ্রতিরোধ্য। জিতেছিল টানা তিন ম্যাচ। কিন্তু চতুর্থ ম্যাচে এসেই চ্যাম্পিয়নদের মাটিতে নামিয়েছে ইন্টার মিলান। রবিবার রাতে পিছিয়ে পড়েও জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে সাবেক চ্যাম্পিয়ন ইন্টার। প্রথম দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া ইন্টারের এটা লীগে টানা দ্বিতীয় জয়। আর প্রথম তিন ম্যাচে জেতা বর্তমান চ্যাম্পিয়নের প্রথম হার। পরশুর অন্য ম্যাচে চিয়েভো ২-১ গোলে উদিনেসকে, ক্যাগলিয়ারি ৩-০ গোলে আটালান্টাকে, সাসসোউলো ২-০ গোলে জেনোয়াকে ও ফিওরেন্টিনা ১-০ গোলে পরাজিত করে রোমাকে। ক্রোটেনে-পালের্মো ম্যাচ ১-১ ও টোরিনো-ইম্পোলি ম্যাচ গোলশূন্য ড্র হয়। বর্তমানে চারটি করে ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে নেপোলি। দিয়াগো ম্যারাডোনার সাবেক ক্লাবের ভা-ারে জমা সর্বোচ্চ ১০ পয়েন্ট। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জুভেন্টাস। ৭ পয়েন্ট নিয়ে ইন্টারের অবস্থান ছয়ে। ম্যাচের শুরু থেকে ইন্টার তুলনামূলক ভাল খেললেও প্রথমে গোল পায় জুভেন্টাস। আক্রমণ পাল্টা আক্রমণের প্রথমার্ধের ম্যাচ ছিল গোলহীন। বিরতির পর ৬৬ মিনিটে এগিয়ে যায় অতিথি জুভেন্টাস। চ্যাম্পিয়নদের হয়ে গোল করেন সুইস ডিফেন্ডার স্টেফান লিখস্টেইনার। সমতা ফেরাতে সময় নেয়নি স্বাগতিকরা। দুই মিনিট পরই কর্নারে হেড করে ইন্টারকে সমতায় ফেরান আর্জেন্টিনার ফরোয়ার্ড মাউরো ইকার্ডি। এরপর ৭৮ মিনিটে ইন্টারের জয়সূচক গোল করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান পেরিসিচ। গত মৌসুমে নেপোলি থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে জুভেন্টাসে যোগ দেয়া গঞ্জালো হিগুয়াইন ৭৪ মিনিটে নামেন বদলি হিসেবে। কিন্তু আহামারি খেলতে পারেনি আর্জেন্টাইন ফরোয়াড। ম্যাচের ৯০ মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার এভার বানেগা দ্বিতীয় হলুদকার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে ১০ জনের দলে পরিণত হয় ইন্টার। শেষ কয়েক মিনিটে অবশ্য এই সুবিধা কাজে লাগতে পারেনি অতিথি শিবির। ম্যাচ শেষে শিষ্যদের পারফর্মেন্সে অসন্তোষ প্রকাশ করেন জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রি। তার মতে, আত্মতুষ্টি আর আলসেমিই সর্বনাশ করেছে তাদের। জুভেন্টাসের সম্প্রতি ফর্মের কারণে এই হারটা তাদের জন্য বড়সড় ধাক্কা। টানা পাঁচবার শিরোপা জিতে ট্রফিটাকে পৈত্রিক সম্পত্তি বানিয়ে ফেলেছে জুভরা। এক সময়ের দাপুটে দুই মিলান (এসি ও ইন্টার) এখন হারিয়ে খুঁজছে নিজেদের। এসি মিলান সর্বশেষ শিরোপা জিতেছে ২০১০-১১ মৌসুমে, ইন্টার ২০০৯-১০ মৌসুমে। এই মৌসুমেও ইন্টারের শুরুটা হয়েছে বাজে। সব ধরনের প্রতিযোগিতায় মৌসুমের প্রথম চার ম্যাচে মাত্র একটি জয় ছিল ইন্টারের। কোচ ফ্রাঙ্ক ডি বোরকে ছাঁটাই করা হতে পারে- এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল। এই সময়েই দারুণ এক জয় পেল ইন্টার। জুভেন্টাস কোচ এ্যালেগ্রি এই হারকে দেখছেন সতর্কবার্তা হিসেবে। তিনি ম্যাচ শেষে বলেন, আমাদের অলসতা পেয়ে বসেছিল। বেশি তুষ্ট হয়ে পড়েছিলাম, ফলে খেলায় ধার হারিয়েছি। এই হারটা আমাদের ভেতরে-ভেতরে পোড়াক, তাহলেই আমরা শিক্ষা পাব এবং আমাদের পা আবারও মাটিতে ফিরবে। আর ইন্টার কোচ ফ্রাঙ্ক ডি বোর দুর্দান্ত জয়েও সতর্ক। তিনি বলেন, আমাদের বাস্তবতা মাথায় রাখতে হবে। এক ম্যাচ জিতলেই সব পাল্টে যায় না। জুভেন্টাসের বিপক্ষে জিতে যদি আপনি ইম্পোলির কাছে পরের ম্যাচটা হেরে যান তাহলে এর কোন মানে নেই।
×