ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খেলাটা দারুণ মিস করছেন মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:৪৪, ২০ সেপ্টেম্বর ২০১৬

খেলাটা দারুণ মিস করছেন মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ বেশ কয়েকবার ইনজুরি হানা দিল। সর্বশেষটা একটু বেশিই মারাত্মক। সে কারণে অস্ত্রোপচার করাতে হয়েছে বাম কাঁধে। তাই আপাতত ক্রিকেটের মধ্যে নেই ‘কাটার বয়’ মুস্তাফিজুর রহমান। পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন বাঁহাতি এ পেসার। এ বছর আর ক্রিকেটে ফিরতে পারবেন না। ফেব্রুয়ারিতে ভারত সফরের সময় ফিরতে পারেন আবার। অথচ আন্তর্জাতিক ক্যারিয়ার শুরুর পর থেকেই ছিলেন খেলার মধ্যে। এখন টানা অনেক সিরিজ গ্যালারিতে বসেই দেখতে হবে। মাঠে খেলার সুযোগটা তাই দারুণ মিস করবেন মুস্তাফিজ। তবে সুস্থ হওয়ার পর দ্রুতই আবার মাঠে ফিরতে চান তিনি। সোমবার এসব কথা জানান এ পেসার। গত মাসে কাঁধে অস্ত্রোপচার করানো হয়েছে মুস্তাফিজের। কাউন্টি ক্রিকেটে সাসেক্স শার্কসের হয়ে খেলার সময় তিনি ইনজুরিতে পড়েছিলেন। বাঁ কাঁধের ইনজুরিটা বেশ পুরনো। আগেও দু’বার বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়নি এই ইনজুরিতে পড়ে। শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী নিরাময় পেতে অস্ত্রোপচার করানো হলো। দেশে ফেরার পর থেকে হালকা ব্যায়াম করছেন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের জিমনেশিয়ামে। ডাক্তারের পরামর্শ অনুসারেই চলছেন তিনি। এ বিষয়ে মুস্তাফিজ বলেন, ‘অস্ত্রপচারের পর ডাক্তার দেখেছিলেন। ওখান থেকে ৬ সপ্তাহের মতো পার হয়েছে। যেভাবে বলছে সেভাবেই কাজগুলো করছি। সবকিছু ভালর দিকেই যাচ্ছে। ২-১ দিনের ভেতর শুরু হবে। পুরো প্রক্রিয়ার সঙ্গে বায়েজীদ ভাই যুক্ত আছে। তারা আমাকে জানিয়ে দেবে।’ দলের সঙ্গে অনুশীলনও করতে পারছেন না। একাকীই চলছে মুস্তাফিজের নিজেকে ফিরে পাওয়ার লড়াই। এ বিষয়ে তিনি বলেন, ‘যখন জাতীয় দলে ছিলাম না, তখন তো এমন সময় কাটাতাম। এই পর্যায়ে আসার পর কাটানো হয়নি।’ গত বছর এপ্রিলে অভিষেক হওয়ার পর থেকেই বাংলাদেশ দলের অপরিহার্য ক্রিকেটার হয়ে ওঠেন মুস্তাফিজ। জাতীয় দলের হয়ে সব ম্যাচে টানা খেলে গেছেন অন্যতম স্ট্রাইক বোলার হিসেবে। আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও (আইপিএল) টানা সব ম্যাচ খেলেছেন অন্যতম নির্ভরযোগ্য পেসার হিসেবে। খেলাটা অভ্যাসে পরিণত হয়েছিল। কিন্তু সেই মাঠ থেকেই এখন দূরে, খেলা সম্ভব নয় আপাতত। এ বিষয়ে মুস্তাফিজ বলেন, ‘জাতীয় দলে যোগ হওয়ার পর খেলার মধ্যেই ছিলাম। এখন খেলতে পারছি না। মিস তো অবশ্যই করছি। বাইরে থেকে সবাই অবশ্য খুব সহায়তা দিচ্ছে। কষ্ট আর কি। ভাল-খারাপ মিলিয়েই থাকবে।’ সুস্থ হয়ে ফেরার পরই প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে ভারত সফর। কঠিন চ্যালেঞ্জের শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারিতে। এমন চ্যালেঞ্জের বিষয়ে মুস্তাফিজ বলেন, ‘এই মুহূর্তে অসুস্থ; সুস্থ হওয়ার পর আশা তো থাকবেই। দেশে সফল হয়েছি, চেষ্টা করব দেশের বাইরে খেললে সেখানেও সফল হতে। রিহ্যাব প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা আছে। তাছাড়া অনুর্ধ ১৯ দলের হয়ে ইনজুরিতে পরে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে গেছি। এ বিষয়ে আমার অভিজ্ঞতা রয়েছে।’
×