ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্যারা অলিম্পিকে চীনের শ্রেষ্ঠত্ব

প্রকাশিত: ০৬:৪৪, ২০ সেপ্টেম্বর ২০১৬

প্যারা অলিম্পিকে চীনের শ্রেষ্ঠত্ব

স্পোর্টস রিপোর্টার ॥ একই মঞ্চে তিন সপ্তাহ আগে সেরা দল হিসেবে শেষ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্য ও চীন হয়েছিল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। রিও ডি জেনিরো গ্রীষ্মকালীন অলিম্পিক বেশ সফলভাবেই শেষ হয়েছে। তারপরেই সবাই রিও থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়েছিল। কিন্তু অলিম্পিক ভিলেজ তখনও ঠিক আগের মতোই ছিল। এবার প্রতিযোগী পাল্টেছে। শারীরিকভাবে বিভিন্ন দিক থেকে পিছিয়ে পড়াদের নিয়ে প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে সেই ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামেই। তবে প্যারা অলিম্পিকে একক আধিপত্য নিয়ে সবার চেয়ে অনেক এগিয়ে থেকে সেরা দল হিসেবে শেষ করেছে চীন। এখানেও যুক্তরাজ্যই দ্বিতীয়, তৃতীয় হয়েছে ইউক্রেন, চতুর্থ যুক্তরাষ্ট্র এবং পঞ্চম অস্ট্রেলিয়া। স্বাগতিক ব্রাজিল অষ্টম স্থান নিয়ে শেষ করেছে। মূল অলিম্পিকে ইতিহাসের সেরা সাফল্য দেখিয়ে ত্রয়োদশ অবস্থান নিয়ে শেষ করেছিল ব্রাজিল। প্যারা অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানও ছিল দারুণ জমকালো। বেশ সফলভাবেই প্যারা অলিম্পিকটাও শেষ করেছে আয়োজক শহর রিও।
×