ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তোমরা জাতিকে গর্বিত করেছ ॥ সালাউদ্দিন

প্রকাশিত: ০৬:৪১, ২০ সেপ্টেম্বর ২০১৬

তোমরা জাতিকে গর্বিত করেছ ॥ সালাউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের জন্য সাফল্য বয়ে আনলে অবশ্যই তার যোগ্য মূল্যায়ন করা উচিত। যারা দেশের মুখ উজ্জ্বল করে, তাদের উষ্ণ অভিনন্দন জানানোর পাশাপাশি সংবর্ধনা দেয়া এবং আর্থিক পুরস্কারে ভূষিত করাটা আবশ্যিক দায়িত্বই দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, ব্যবসায়ী মহল, নেতা-নেত্রী, পৃষ্ঠপোষক এবং জাতীয় ক্রীড়া পরিষদের। তারা কাজটা নিয়মিতই করেন। তবে সেটা কেবল জাতীয় ক্রিকেট দলের বেলায়। অন্য কোন খেলার খেলোয়াড়দের বেলাতেই তাদের যত কৃপণতা। সম্প্রতি ‘এএফসি অনুর্ধ-১৬ ওমেন্স চ্যাম্পিয়নশিপ কোয়ালিফায়ার্স’-এ ‘সি’ গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে উন্নীত হয় বাংলাদেশ। এই দলকে শুধু বিবৃতির মাধ্যমে অভিনন্দন জানিয়েই তারা খালাস। তাদের এই মানসিকতা নিয়ে সম্প্রতি পত্র-পত্রিকায় তীব্র সমালোচনা হলে অবশেষে তাদের টনক নড়ে। এগিয়ে আসেন তারা। ঘোষণা দেন অ-১৬ মহিলা দলকে তারা সংবর্ধনা এবং আর্থিক পুরস্কার দেবেন। সে অনুযায়ী সোমবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অ-১৬ মহিলা দলকে সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়। তিন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পুরো দলকে জনপ্রতি দেড় লাখ টাকা করে পুরস্কার দিয়েছে। কৃষ্ণা রানীদের এক বছরের জন্য ভাতা দেয়ারও ঘোষণা দেয়া হয়। এই অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় অ-১৬ দলকে কেবল ফুলের তোড়া দিয়েই দায়িত্ব সেরে ফেলেন। দেননি একটি টাকাও পুরস্কার। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিনসহ বাফুফের বিভিন্ন কর্মকর্তারা। আরও ছিলেন আর্থিক পুরস্কার দেয়া প্রতিষ্ঠান জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ, ক্যাল্ডওয়েল ডেভেলপার্সের খায়রুল মতিন মাহবুব প্রমুখ। দলের ২৩ ফুটবলার, হেড কোচ ও দুই সহকারী কোচের জন্য জেমকন গ্রুপ, সাইফ গ্লোবাল স্পোর্টস এবং ক্যাল্ডওয়েল ডেভেলপার্স জনপ্রতি ৫০ হাজার করে আর্থিক পুরস্কার দেয়। সে হিসেব অনুযায়ী মোট পুরস্কারের অঙ্ক ছিল ৩৯ লাখ টাকা। এছাড়া এসএস সলিউশনস আগামী এক বছরের জন্য বাংলার বাঘিণীদের মাসিক ভাতা দেবে। এদিকে অনুর্ধ-১৬ নারী দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও বাংলাদেশের এই তারকাদের সংবর্ধনা দেয়া হবে। দলটিকে ওয়ালটনের পক্ষ থেকেও পাঁচ লাখ টাকার পুরস্কার দেয়ার কথা রয়েছে। ওয়ালটন জানিয়েছে, তারা আজ দুপুর ১২টায় বাফুফে ভবনে অ-১৬ দলকে সংবর্ধনা ও অর্থ পুরস্কার দেবে। সংবর্ধনা অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন বলেন, ‘আজকে দিনটা খুব গর্বের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জন্য। কারণ আমাদের মেয়েদের হাতে তাদের উৎসাহিত করার মতো কিছু তুলে দিতে পেরেছি। ওরা এএফসি অনুর্ধ-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে পৌঁছেছে। ওরা তো দেশের গর্ব। আমি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান জেমকন, এসজিএস, ক্যাল্ডওয়েল ও এসএস সলিউশনসকে ধন্যবাদ জানাই। শুধু একবার বলার পরই তারা যত রকম সহায়তা করবে বলে বলেছে।’ কৃষ্ণাদের উদ্দেশে সালাউদ্দিন বলেন, ‘তোমাদের এই জয় পুরো দেশকে আনন্দ দিয়েছে। তোমরাই ভবিষ্যতে আমাদের আবারও আনন্দ দেয়ার সুযোগ করে দেবে। ভবিষ্যতেও এখানে এসে তোমাদের জয়গান করতে চাই। এই সাফল্যে তোমাদের দায়িত্বটা এখন আরও বেড়ে গেছে। আগে তোমরা শুধুই খেলেছ। এখন আগের মতো শুধু খেলার জন্য খেললে হবে না। খেলতে হবে দেশের জন্য। তোমরা নিজেদের দায়িত্বের প্রতি আরও সচেতন হবে। আজ থেকে তোমাদের নতুন জীবন ও নতুন যাত্রা শুরু হলো।’ জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ বলেন, ‘বাংলাদেশের ফুটবলে নতুন এক সাফল্য অধ্যায়ের সূচনা করায় মেয়েদের আন্তরিক অভিনন্দন জানাই। তোমাদের অগ্রযাত্রায় আমরা তোমাদের পাশে থাকব। আশা করি তোমরা দেশের মুখ উজ্জ্বল করা অব্যাহত রাখবে।’ সাইফ গ্লোবাল স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘একটি বিভাগ যখন সাফল্য পায় তখন এর ইতিবাচক প্রভাব পুরো অঙ্গনেই পড়ে। আমরা বাংলাদেশের ফুটবলের উন্নয়ন কামনা করি। বিশ্বাস করি ফুটবল এগিয়ে যাবে।’ ক্যাল্ডওয়েল ডেভেলপার্সের কর্ণধার খায়রুল মজিদ মামুন বলেন, ‘অনুর্ধ-১৬ দলের মেয়েরা মাঠে প্রমাণ করেছে তারা আরও দূর এগিয়ে যেতে সক্ষম। আমরা মনে করি দেশের কর্পোরেট সেক্টরের সামাজিক দায়বদ্ধতা থেকেই ফুটবলের উন্নয়নে কাজ করা উচিত। আমরা মেয়েদের ফুটবলে সহযোগিতা অব্যাহত রাখব।’ এসএস সলিউশনসের ব্যবস্থপনা পরিচালক ও কাজী মোঃ সালাউদ্দিনের মেয়ে সারাজিন মেয়েদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আশা করি মেয়েরা এখন পুরোদমে তাদের অনুশীলনে মনোনিবেশ করবে ও সাফল্য অব্যাহত রাখবে।’ সংবর্ধনা ও পুরস্কার দেয়ার আগে দুটি বিশাল প্রজেক্টরে অনুর্ধ-১৬ দলের সাফল্য গাথার স্থিরচিত্র ও খেলার বিভিন্ন ফুটেজ প্রদর্শিত হয়।
×