ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে তিন জেলায় ৭ জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:০২, ২০ সেপ্টেম্বর ২০১৬

বজ্রপাতে তিন জেলায় ৭ জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের তিন জেলায় বজ্রপাতে অন্তত ৭ জন মারা গেছে। এছাড়া আহত হয়েছে একজন। সোমবার হবিগঞ্জে দুইজন, দিনাজপুরে একজন, কিশোরগঞ্জে তিন এবং গাইবান্ধায় একজন বজ্রপাতে মারা যায়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো। হবিগঞ্জ ॥ সোমবার বিকেলে হবিগঞ্জের উপজেলা নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের সাকুয়া গ্রামের ইছহারুল হকের ছেলে জাবেদ এবং একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের হরিচরণ দাশের ছেলে কৃষ্ণ গোপাল দাশ বজ্রপাতে নিহত হয়েছে। পুলিশ জানায়, বিকেল সোয়া ৩টার দিকে এই নির্মম মৃত্যুর ঘটনা ঘটে। দিনাজপুর ॥ ফুলবাড়ীর উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের ভেড়ম গ্রামে বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টায় সজমুদ্দিনের পুত্র সাদ্দাম হোসেন (৩২) জমিতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু ঘটে। লোকজন স্থানীয় কমিউনিটি সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ ॥ সদর ও জেলার নিকলী উপজেলার পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় কৃষক ও জেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও একজন। সোমবার দুপুরে বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সদর উপজেলার যশোদল ইউনিয়নের কাটাখাল গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে নিজাম উদ্দিন (৫৮) সোমবার দুপুরে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যশোদল ইউপি চেয়ারম্যান রাজন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। অপরদিকে জেলার নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর পূর্ব হাওড়ে প্রায় একই সময় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার সাজনপুর জুম্মাবাড়ি গ্রামের মৃত আলী হোসেনের ছেলে নূরুল ইসলাম (২০), ফজলুর রহমানের ছেলে আঃ মোকারিম (২০) ও মৃত সুনু মিয়ার ছেলে রুছমত আলী (৩০) লার জাল নিয়ে সাজনপুর পূর্ব হাওড়ে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরুল ইসলাম ও রুছমত আলীকে মৃত ঘোষণা করেন। আহত আঃ মোকারিমকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। নিকলীর জারইতলা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গাইবান্ধা ॥ সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার জানেরপাড় গ্রামে বজ্রপাতে আরিফ মিয়া (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আরিফ সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের কাবিলের বাজার জানেরপাড় গ্রামের আয়নাল হকের ছেলে। সে স্থানীয় সোনার বাংলা ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। মালিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইদু মিয়া জানান, বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বন্ধুদের সঙ্গে বাড়ির উঠানে খেলাধুলা করছিল আরিফ। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় সে। তাকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
×