ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধী বিচার

নেত্রকোনার ৩ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল ২৮ নবেম্বর

প্রকাশিত: ০৬:০১, ২০ সেপ্টেম্বর ২০১৬

নেত্রকোনার ৩ রাজাকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল ২৮ নবেম্বর

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার হেদায়েত উল্লাহ ওরফে মোঃ হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসিসহ তিন রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ২৮ নবেম্বর দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ প্রদান করেছেন। ট্রাইব্যুনালে শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি। অপরদিকে আসামি পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মাসুদ রানা। নেত্রকোনার এই তিন রাজাকার হলেন- হেদায়েত উল্লাহ ওরফে মোঃ হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), তার ভাই এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) এবং সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)। তাদের তিনজনই একাত্তরে পাকিস্তানী সেনাবাহিনীর সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনীর সদস্য ছিলেন এবং আঞ্জু স্থানীয় শান্তি কমিটিরও সদস্য ছিলেন। সাবিনা ইয়াসমিন মুন্নী জনকণ্ঠকে বলেন, রবিবার আমরা এই তিন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছি। এটা যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে আমাদের সময় প্রয়োজন। এ জন্য আমরা দুই মাস সময় চেয়েছি। আদালত ২৮ নবেম্বরের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে নির্দেশ দিয়েছে।’ তিন আসামির মধ্যে দুই সহোদর আঞ্জু-মঞ্জু পলাতক, ছোরাপ কারাগারে রয়েছেন। তাদের সবার গ্রামের বাড়ি আটপাড়া থানার কুলশ্রীতে। তবে আঞ্জু থাকতেন রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ মেথর পাড়ায়। অন্যদিকে ছোরাপ একই জেলার মদন থানার জাহাঙ্গীরপুরে থাকতেন। আসামিদের তিনজনই একাত্তরে জামায়াতের কর্মী ছিলেন। এদের মধ্যে আঞ্জু-মঞ্জু এখনও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তদন্তে তিন আসামির বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্য করার মতো অপরাধের তথ্য-প্রমাণ পাওয়া গেছে; গ্রহণ করা হয়েছে ৪০ জনের সাক্ষ্য। নেত্রকোনার আটপাড়া থানার মধুয়াখারী গ্রাম, মোবারকপুর গ্রাম, সুখারী গ্রাম এবং মদন থানার মদন গ্রামে সংঘটিত এসব অপরাধের ভিত্তিতে এই তিন আসামির বিরুদ্ধে ছয়টি অভিযোগ প্রস্তুত করা হয়েছে।
×