ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শরীর নড়াচড়া থেকে বিদ্যুত

প্রকাশিত: ০৫:৫৪, ২০ সেপ্টেম্বর ২০১৬

শরীর নড়াচড়া থেকে বিদ্যুত

পরিধেয় পোশাকই বিদ্যুত শক্তির উৎস হিসেবে কাজ করবে। এই বিদ্যুত দিয়ে অনায়াসে আপনার হাতে থাকা মোবাইলসহ অন্যান্য গ্যাজেট চার্জ দেয়া যাবে। যুক্তরাষ্ট্র ও চীনের একদল বিজ্ঞানী দীর্ঘ গবেষণার করে এই স্মার্ট কাপড় তৈরি করেছেন। এই কাপড়ের তৈরি পোশাক মানুষের শরীরের নড়াচড়া ও সূর্যালোক থেকে প্রাপ্ত শক্তি দিয়ে এই বিদ্যুত উৎপন্ন করবে। এই কাপড়ের দাম সকল শ্রেণীর মানুষের সাধ্যের মধ্যেই থাকবে। অতি হাল্কা যৌগের তন্তুর ওপর ধাতুর প্রলেপ ও অর্ধপরিবাহী উপাদান দিয়ে এই কাপড় তৈরি করা হয়েছে। এই কাপড়ের পুরুত্ব শূন্য দশমিক শূন্য এক ইঞ্চি। চীনের প্রখ্যাত চং কিং বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও এই কাপড়ের উদ্ভাবক ঝিং ফ্যাং বলেন, এই কাপড় আরামদায়ক ও শ্বাসপ্রশ্বাসের জন্য সহায়ক। এই কাপড়ের পোশাক মানুষের শরীর থেকে শক্তি নিয়ে আপনা-আপনি বিদ্যুত উৎপন্ন করবে। এই বিদ্যুত থেকে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো চার্জ দেয়া যাবে। নয়া এই গবেষণা সম্প্রতি জার্নাল নেচার এনার্জি সাময়িকীতে প্রকাশিত হয়। গবেষণায় বিজ্ঞানীরা দেখিয়েছেন, তারা কিভাবে পলিমারের তন্তুর ওপর নানা উপকরণের প্রলেপ দিয়ে সৌর কোষ তৈরি করেছেন। এই কোষ সূর্যালোক ও শরীরের নড়ানড়া থেকে প্রাপ্ত শক্তি দিয়ে বিদ্যুত তৈরি করছে। এ বিষয়ে নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের তন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষক জোয়ান হিনেস্টরোজা বলেন, খবরটি সত্যিই আনন্দের। আমার মনে হয় বিজ্ঞানের ক্ষেত্রে এই আবিষ্কার অনন্যসাধারণ। পরবর্তীতে বিজ্ঞানীরা এই কাপড়ের কার্যকারিতা, টেকসই নিয়ে কাজ করবে।-লাইভ সায়েন্স।
×