ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে কলেজ ছাত্রীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতন করল একদল বখাটে

প্রকাশিত: ০৫:৫৩, ২০ সেপ্টেম্বর ২০১৬

হবিগঞ্জে কলেজ ছাত্রীকে প্রকাশ্যে শারীরিক নির্যাতন করল একদল বখাটে

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৯ সেপ্টেম্বর ॥ হবিগঞ্জে একটি নাট্য সংগঠনের কার্যালয়ে ঢুকে এক ছাত্রীকে উত্ত্যক্ত ও শারীরিক নির্যাতন করেছে একদল বখাটে। সোমবার দুপুরে এ ঘটনায় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মী, নির্যাতিত ছাত্রীর পরিবার ও এলাকাবাসীর মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা। শহরে চলছে তোলপাড়। সূত্র জানায়, শহরের রাজনগর এলাকার বাসিন্দা ও সরকারী মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রী ক্লাস শেষে বাসায় ফেরার পথে টাউন হল সড়ক এলাকায় রুহেল, আকাশ ও রাজুর নেতৃত্বে একদল বখাটে তার গতিরোধ করে।একপর্যায়ে বখাটেরা ছাত্রীটিকে নানা অশ্লীল বাক্য ও যৌন হয়রানি শুরু করলে ছাত্রীটি প্রতিবাদ জানিয়ে চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। বরং বখাটেরা মেয়েটির ওপর হামলে পড়ে। মেয়েটি দৌড়ে পার্শ্ববর্তী জেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন খোয়াই থিয়েটার কার্যালয়ের সামনে গেলে বখাটেরা তাকে আবারও ঘিরে ধরে। শুধু তাই নয়, এ সময় থিয়েটারের সেক্রেটারি ইয়াসিন খাঁসহ অন্য কর্মীরা ভেতরে সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করছিলেন। এই অবস্থার মাঝেই বখাটেরা মেয়েটিকে ধরে নিয়ে থিয়েটারের ভেতর প্রবেশ করে নাট্যকর্মীদের বেরিয়ে যেতে বলে। সেক্রেটারিসহ কর্মীরা তার কারণ জানতে চাইলে বখাটেরা মেয়েটিকে নিয়ে আমোদ-ফুর্তি করবে বলে উল্লেখ করে। এতে নাট্যকর্মীরা প্রতিবাদী হয়ে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে। এ সময় বখাটেরা মেয়েটির ওপর হামলে পড়ে শারীরিক নির্যাতন চালালে নাট্যকর্মীরা থিয়েটারের দরজা বন্ধ করে বখাটেদের বের করে দেয়। এতে ওরা ক্ষিপ্ত হয়ে কর্মীদের হুমকি দিয়ে মেয়েটিকে নিয়ে যাবে বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়। এ অবস্থায় থিয়েটারের সেক্রেটারি ইয়াসিন পুলিশকে বিষয়টি জানায়। পুলিশ আসতে দেরি হওয়ায় স্থানীয় লোকজন ছাত্রীকে সদর থানায় নিয়ে যায়। পুলিশ পরে নির্যাতিত ছাত্রীটিকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। এদিকে এ ঘটনার পর ছাত্রীটির অভিভাবকসহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে এবং এর বিচার দাবি করে। সদর থানার ওসি ইয়াসিনুল হক জনকণ্ঠকে জানান, অভিযোগ পেলে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর অভিযুক্ত বখাটেরা শহরে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
×