ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে বোমা হামলা

গোলাগুলির পর সন্দেহভাজন আফগান রাহামি আটক

প্রকাশিত: ০৫:৫১, ২০ সেপ্টেম্বর ২০১৬

গোলাগুলির পর সন্দেহভাজন আফগান রাহামি আটক

জনকণ্ঠ ডেস্ক ॥ নিউইয়র্কের ম্যানহাটন বিস্ফোরণের মূল সন্দেহভাজন আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক আহমেদ খান রাহামি নামে একজনকে গোলাগুলির পর আটক করেছে পুলিশ। তাকে নিউজার্সি থকে আটক করা হয়। গোলাগুলিতে বোমা হামলাকারী আহমেদ খান রাহামি ও দুই পুলিশ আহত হয়। এ ঘটনার পর নিউইয়র্কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। নিউজার্সির এলিজাবেথ শহরের মেয়র ক্রিস বোলওয়েজের বরাত দিয়ে একটি সংবাদ সংস্থা জানায়, নিউইয়র্ক থেকে প্রায় ২০ মাইল দূরে লিনডেনে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে গোলাগুলির পর রাহামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। পরে এলিজাবেথে তার বাড়িতে তল্লাশি চালায় এফবিআই। গত শনিবার ম্যানহাটনের চেলসিতে বিস্ফোরণসহ নিউইয়র্ক ও নিউজার্সির বেশ কয়েকটি বোমা হামলার ঘটনায় জড়িত থাকতে পারেন সন্দেহে ২৮ বছর বয়সী এই যুবকের ছবি প্রকাশ করে কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, এই হামলার ঘটনায় তদন্ত খুব দ্রুত গতিতে চলছে। নিউইয়র্ক পুলিশ জানায়, হামলাকারীরা যুক্তরাষ্ট্রের ভেতরেই গজিয়ে ওঠা একটি সন্ত্রাসী চক্র। তার কয়েক আত্মীয়স্বজনকেও পুলিশ গ্রেফতার করেছে।
×