ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ সম্মেলনের মূল স্লোগান ঠিক করেছেন শেখ হাসিনা

এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার

প্রকাশিত: ০৫:৪৮, ২০ সেপ্টেম্বর ২০১৬

এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার

বিশেষ প্রতিনিধি ॥ উন্নয়নের পথে বাংলাদেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার নিয়ে ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার, এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’- ১২ শব্দের এ স্লোগানকে ধারণ করে আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে এ জাতীয় সম্মেলন। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এ সম্মেলনের স্লোগানটি চূড়ান্ত করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার জন্য উন্নয়নের মহাসড়কের চাকা আরও বেগবান করা হবে। ক্ষমতার ধারাবাহিকতা রক্ষার জন্য নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে চাই এ সম্মেলনের মাধ্যমে। তিনি জানান, বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলের তুলনা করে গত সাত বছরে বাংলাদেশ কতটা এগিয়েছে তা জনগণের সামনে তুলে ধরতে সম্মেলন উপলক্ষে একটি পুস্তিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, সবাই জানতে চায় এবারের সম্মেলনের মূল সেøাগানটা কী হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে সম্মেলনের স্লোগান চূড়ান্ত করে দিয়েছেন। তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রে সরকারী সফরে যাওয়ার আগেই স্লোগানটি চূড়ান্ত করে দিয়েছেন। হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে। কিন্তু বিএনপি নেতৃবৃন্দ ছাড়া বিশ্ব নেতৃবৃন্দসহ সবাই তা স্বীকার করছেন। বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে চলেছে তখন দেশের একটি পক্ষ বিএনপি-জামায়াত জোট উন্নয়নের এ গতিধারাকে স্তব্ধ করতে চায়। প্রকৃতপক্ষে দেশ এগিয়ে যাক তা তারা চায় না। দেশের ঈর্ষণীয় অগ্রগতিও বিএনপি-জামায়াত জোট চায় না। কিন্তু তাদের কোন ষড়যন্ত্রই দেশের এ অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এ সদস্য সচিব আরও জানান, আমাদের ধারাবাহিক সেমিনারের অংশ হিসেবে আগামী ১ অক্টোবর ‘মানব সূচক উন্নয়ন : স্বাস্থ্য খাতে অগ্রগতি’ শীর্ষক একটি সেমিনার হবে। এরপর সম্মেলনের কয়েকদিন আগে ‘আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য’ শিরোনামে আরেকটি সেমিনার অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কমিটির সদস্য স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, আকতার হোসেন, আমিনা কোহিনুর আলম, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মারুফা আক্তার পপি, আশরাফ সিদ্দিকী বিটু প্রমুখ।
×