ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র গানে পূর্ণিমা উৎসব

প্রকাশিত: ০৪:১৮, ২০ সেপ্টেম্বর ২০১৬

রবীন্দ্র গানে পূর্ণিমা উৎসব

স্টাফ রিপোর্টার ॥ রবীন্দ্রসঙ্গীত দিয়ে উদ্যাপন করা হলো পূর্ণিমা উৎসব। রবিবার সন্ধ্যায় আকাশ ছিল মেঘে ঢাকা, তাতে পূর্ণিমা উৎসব ঠেকে থাকেনি। বিশ্বসাহিত্য কেন্দ্রের ছাদে চারপাশের বাতি নিভিয়ে অন্ধকারে রবীন্দ্রসঙ্গীত গেয়ে উদ্যাপন করা হলো সেই উৎসব। দীর্ঘদিন ধরে এ উৎসবের আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন সময় তাতে গান করেছেন অনেক শিল্পী। এদিন গান করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী রোকাইয়া হাসিনা। গান শুরুর আগে তিনি বলেন, সৌভাগ্যক্রমেই আজ এই উৎসবে গাওয়ার সুযোগ পেয়েছি। এ ঘরোয়া আয়োজনে যোগ দিয়েছিলেন অনেক শ্রোতা। বেশির ভাগই তরুণ, কেউ বা সাহিত্যকেন্দ্রের পাঠক। শুরুতেই উপস্থিত অতিথিদের সঙ্গে শিল্পীকে পরিচয় করিয়ে দেন সঞ্চালক। ছায়ানটের প্রাক্তন শিক্ষার্থী শিল্পী হাসিনার ছয়টি এ্যালবাম মুক্তি পেয়েছে। দেশ-বিদেশে গান গাইতেও গিয়েছেন অনেকবার। নিউইয়র্কে বিস্ফোরণে অনেক মানুষ হতাহতের খবরে বেদনার্ত হয়েছেন তিনি। অতিথিদের সঙ্গে তার শোক ভাগাভাগি করে শুরুতেই গেয়ে শোনালেন রবীন্দ্রনাথের ‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’। উৎসবে বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত শোনান হাসিনা। গানের ফাঁকে বলেন, আজ কিছু পরিচিত গান শোনাব, যাতে আপনারা আমার সঙ্গে গাইতে পারেন। হারমোনিয়াম বাজিয়ে তিনি গেয়ে শোনান, ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’, ‘নূপুর বেজে যায় রিনিরিনি’, ‘তোমরা যা বলো তাই বলো’, ‘দেখো দেখো, দেখো, শুকতারা’, ‘বিরহ মধুর হল আজি’সহ আরও বেশ কিছু গান। সন্ধ্যা রাতের দিকে গড়াতে থাকলে পূর্ণিমা উৎসবে শ্রোতাও বাড়তে থাকে। অনেকের সঙ্গে গতকাল উপস্থিত ছিলেন অভিনেতা খায়রুল আলম সবুজ।
×