ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমি এ্যাওয়ার্ডসে ‘গেম অব থ্রোন্স’-এর বাজিমাত

প্রকাশিত: ০৪:১৮, ২০ সেপ্টেম্বর ২০১৬

এমি এ্যাওয়ার্ডসে ‘গেম অব থ্রোন্স’-এর বাজিমাত

সংস্কৃতি ডেস্ক ॥ এ্যামি এ্যাওয়ার্ডের ৬৮তম আসর অনুষ্ঠিত হলো রবিবার। মার্কিন টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় এই এ্যাওয়ার্ডের এবারের আসরে ফ্যান্টাসি ড্রামা সিরিজ ‘গ্রেম অব থ্রোন্স’ জিতে নিয়েছে সেরা ড্রামা টিভি সিরিজসহ মোট ১২ পুরস্কার। আমেরিকান টিভি চ্যানেলের ইতিহাসে এটি একটি নতুন রেকর্ড। জর্জ আর আর মার্টিনের উপন্যাস ‘সং অফ আইস এ্যান্ড ফায়ার’-এর টিভি সংস্করণ ‘গেইম অফ থ্রোন্স’ দ্বিতীয়বারের মতো জিতে নিয়েছে সেরা ড্রামা সিরিজের খেতাব। এছাড়াও এই বিভাগের সেরা পরিচালক ও সেরা রচয়িতার পুরস্কারটিও গেছে এই টিভি সিরিজের ঘরে। মোট ২৩ মনোনয়নের মধ্যে এক ডজন ট্রফি বাগিয়ে নেয়ার পথে ‘গেম অব থ্রোন্স’ পেছনে ফেলেছে ইউএসএ নেটওয়ার্কের ‘মিস্টার রোবট’ ও নেটফ্লিক্সের ‘হাউজ অব কার্ডস’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজগুলোকে। ওদিকে নয় পুরস্কার বাগিয়ে নিয়ে এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে মিনি সিরিজ ‘দ্য পিপল ভার্সেস ও জে সিম্পসন: আমেরিকান ক্রাইম স্টোরি’। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই মিনি সিরিজ জিতে নিয়েছে সেরা লিমিটেড টিভি সিরিজ, এবং এই বিভাগের সেরা দুই অভিনয়শিল্পীর পুরস্কারও (কোর্টনি বি ভ্যান্স ও সারাহ পলসন)। সেরা কমেডি সিরিজের পুরস্কার জিতে নিয়েছে ‘ভিপ’ এবং এর কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী জুলিয়া লুইস-ড্রেইফাস পঞ্চমবারের মতো জিতে নিয়েছেন সেরার খেতাব। এই সিরিজের সেরা অভিনেতার ট্রফি উঠেছে জেফ্রি ট্যাম্বরের হাতে, টিভি সিরিজ ‘ট্রান্সপ্যারেন্ট’-এর জন্য। ড্রামা বিভাগের ‘মিস্টার রোবট’-এর জন্য সেরা অভিনেতা হয়েছেন রামি মালেক। এই বিভাগের সেরা অভিনেত্রী হয়েছেন তাতিয়ানা মাসলানি, ‘অরফ্যান ব্ল্যাক’-এর জন্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত টিভি উপস্থাপক জিমি কিমেল। ‘হিজড়াদেরও অভিনয়ের সুযোগ দিন’ : এবারের এ্যামি এ্যাওয়ার্ডসে কমেডি বিভাগে মার্কিন টিভি সিরিজ ‘ট্রান্সপারেন্ট’-এ এক তৃতীয় লিঙ্গের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জেফ্রি ট্যাম্বর। পুরস্কার নিতে মঞ্চে উঠে হিজড়াদের সমঅধিকার প্রতিষ্ঠার বিষয়ে বক্তব্য রাখেন এই মার্কিন অভিনেতা। ‘ট্রান্সপারেন্ট’-এ মাউরা ফিফারম্যান নামের এ হিজড়া চরিত্রে অভিনয় করাটাকে নিজের সৌভাগ্য বলে মনে করলেও হিজড়াদেরও অভিনয়ের সুযোগ দেয়া উচিত বলে মনে করেন এ তারকা। এ প্রসঙ্গে ট্যাম্বর বলেন, আর কতকাল আমরা তাদের (হিজড়াদের) দূরে সরিয়ে রাখব? আমার মনে হয় হিজড়াদেরও অভিনয়ের সুযোগ দিতে হবে। এ ধরনের চরিত্রের জন্য তাদেরও অডিশন নেয়া উচিত। তিনি আরও বলেন, আমার কোন আফসোস থাকবে না যদি আমি হিজড়া চরিত্রে অভিনয় করা শেষ পুরুষ অভিনেতা হয়ে থাকি। আমি নামকরা নির্মাতাদের অনুরোধ করব, ওদের (হিজড়াদের) কাজে লাগান। ওদের প্রতিভার বিকাশ ঘটতে দিন। ওদের চরিত্রে ওদেরই অভিনয় করতে দিন। এ্যামাজন ডটকমে প্রচারিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ট্রান্সপারেন্ট’ এর গল্প তৈরি হয়েছে একজন বাবা ও তার তিন মেয়েকে নিয়ে। ঘটনার পরিক্রমায় তিন মেয়ে এক সময় জানতে পারে তাদের বাবা আসলে পুরুষ নন, একজন হিজড়া। এতে আরও অভিনয় করেছেন গ্যাবি হফম্যান, জে ডুপ্লাস, এমি ল্যান্ডেকার, জুডি লাইট প্রমুখ। এর আগে ছয়বার এমি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেও এবারই প্রথম এ পুরস্কার পেলেন ট্যাম্বর। ওদিকে ‘ভিপ’ টিভি সিরিজের সুবাদে টানা পাঁচবারের মতো সেরা কমেডি অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন মার্কিন অভিনেত্রী জুলিয়া লুইস-ড্রেইফাস।
×