ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী হত্যা

ছাত্রলীগ সভাপতিসহ ১০ নেতাকর্মী জেল হাজতে

প্রকাশিত: ০৪:১৭, ২০ সেপ্টেম্বর ২০১৬

ছাত্রলীগ সভাপতিসহ ১০ নেতাকর্মী জেল হাজতে

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১৯ সেপ্টেম্বর ॥ মঠবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগ নেতা লিটন প-িত হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ যুবলীগ ও ছাত্রলীগের ১০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার সকালে আসামিরা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ম্যাজিস্ট্রেট বেল্লাল হোসেন আসামিদের জামিন নামঞ্জুর করে পিরোজপুর জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আসামিরা হলেন উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কালাম মোল্লা, যুবলীগ নেতা বাবু শরীফ, কামরুল আকন, ইকবাল মুন্সী, জয়নাল আবেদীন, ফয়সাল, মঠবাড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি মিজান ফরাজী, ছাত্রলীগ নেতা নাজমুল বেপারী ও বেল্লাল বেপারী। আসামিরা এর আগে হাই কোর্ট থেকে ১৫ দিনের জামিনে ছিল। উল্লেখ্য, গত ২৫ জুলাই আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ইলিয়াস হোসেন লিটন প-িত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পদ্মায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পদ্মা নদীতে নেমে নিখোঁজের তিন ঘণ্টা পর ৬ বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মুন্না নামে ওই শিশু মহানগরীর হাদীর মোড় নদীরপাড় এলাকার মুকুলের ছেলে। সোমবার বেলা আড়াইটার দিকে পদ্মায় নেমে পানির স্রোতে ভেসে যায় ওই শিশু। পরে খবর পেয়ে রাজশাহী সদর দমকল বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করে। মুন্নার বাবা মুকুল জানান, দুপুরের পর মুন্না বাড়ির পাশে নদীতে পড়ে নিখোঁজ হয়। মুন্সীগঞ্জে মাদ্র্রাসা ছাত্র নিখোঁজ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, লৌহজংয়ের পদ্মায় গোসলের সময় সোমবার দুপুরে মাদ্রাসা ছাত্র রাশেদ (২০) নিখোঁজ হয়েছে। লৌহজং থানার ওসি জানিয়েছেন, ছয় বন্ধু লৌহজং থানা সংলগ্ন পদ্মা নদীতে মসজিদ ঘাট এলাকার ট্রলার ঘাটে গোসল করতে নামে। রাশেদ পদ্মার স্রোতের টানে তলিয়ে যায়। বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজনসহ পাশের থানা থেকে পুলিশ কর্মকর্তারা ছুটে আসে। তিনি বলেন, বন্ধুদের সঙ্গে এখানে বেড়াতে এসে পদ্মায় গোসল করতে নেমে ওই মাদ্রাসা ছাত্রের পা চোরা বালুতে আটকে যায়। রাশেদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বাংলাবাজারে। সে তার পরিবারের সঙ্গে ঢাকায় পুরানাপল্টনে বসবাস করে। আলোচিত সাত খুন মামলায় তদন্ত কর্মকর্তার জেরা শুরু নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৯ সেপ্টেম্বর ॥ আলোচিত সাত খুনের দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ওসি বর্তমানে পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুনুর রশীদ ম-লকে জেরা শুরু করেছে আসামিপক্ষের আইনজীবীরা। সোমবার সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাকে জেরা করা হয়। পরে আদালত অসমাপ্ত জেরার পরবর্তী তারিখ আগামী ২৪ সেপ্টেম্বর ধার্য করেন। জানা গেছে, সকাল সাড়ে নয়টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, লে. কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। আসামিদের উপস্থিতিতেই তাদের আইনজীবীরা মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করে। পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজদে আলী খোকন জানান, জেরার প্রথম দিন তদন্ত কর্মকর্তাকে আসামি মেজর (অব) আরিফ হোসেনের আইনজীবী এ্যাডভোকেট আবদুর রশীদ ভূঁইয়া জেরা করেছেন। তবে তার জেরা পুরোপুরি শেষ হয়নি। বংশাই নদীতে নৌকা বাইচ নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৯ সেপ্টেম্বর ॥ উপজেলা সদরে বংশাই নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ দেখতে নদীর দুই তীরে হাজার হাজার জনতার ভিড় জমে। সোমবার বিকেলে পৌরসভা ও পার্শ্ববর্তী লতিফপুর ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই নৌকা বাইচের আয়োজন করা হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় মির্জাপুর উপজেলা ছাড়াও পার্শ¦বর্তী বাসাইল, নাগরপুর, দেলদুয়ার, কালিহাতি ও গাজীপুরের কালিয়াকৈর থেকে সরঙা (ছিপ নৌকা) নৌকা নিয়ে অংশগ্রহণ করেন।
×