ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বাঁধ ধসে দুই গ্রাম সয়লাব

প্রকাশিত: ০৪:১৬, ২০ সেপ্টেম্বর ২০১৬

সাতক্ষীরায় বাঁধ ধসে দুই গ্রাম সয়লাব

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া লঞ্চঘাট এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙ্গে কুড়িকাউনিয়া ও শ্রীপুর গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে শতাধিক মৎস্য ঘের ও ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক পরিবার। সোমবার ভোরে প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের ৭/২ পোল্ডারসংলগ্ন এলাকায় কপোতাক্ষের প্রবল জোয়ারের চাপে প্রায় দেড় শ’ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়রা জানান, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রবল জোয়ারের চাপে হঠাৎ করেই শেষ রাতে বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। ইতোমধ্যে দু’শতাধিক মানুষ স্বেচ্ছায় বেড়িবাঁধটি সংস্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণেই প্রতাপনগর ইউনিয়নবাসীর এ দুর্দশা। বারবার বলা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে উদ্যোগ নেননি। কক্সবাজারে উচ্ছেদের একদিনের মাথায় ফের দখল স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন রামু হিমছড়ি পর্যটন স্পটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করার একদিনের মাথায় ফের স্থাপনা তৈরি করছে ভূমিদস্যুরা। রবিবার বিকেলে সেখানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ অভিযানে জব্দকৃত মালামাল বন কার্যালয়ে আনার পথে সরকারদলীয় নেতার নাম ভাঙ্গিয়ে মালামাল ভর্তি দুটি মিনি ট্রাক ভাংচুর ও মালামাল লুট করেছে একদল দুর্বৃত্ত। এতে আহত হয়েছে মিনি ট্রাকের দুই চালক। ঈদের আগের রাতে এক জনপ্রতিনিধির নেতৃত্বে দখলবাজ চক্র বন বিভাগের মালিকানাধীন ওই জমির ওপর অবৈধ স্থাপনাগুলো গড়ে তুলেছিল। বিনা নোটিসে উচ্ছেদের নামে শতাধিক দোকান ভাংচুর, লুটপাট ও ক্ষয়ক্ষতির প্রতিবাদে লাগাতার ধর্মঘট করছেন ব্যবসায়ীরা। বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধীনে কলাতলী রেঞ্জধীন হিমছড়ি এলাকায় গত ১২ সেপ্টেম্বর ঈদের আগের রাতে দখলবাজ চক্র বন বিভাগের মালিকানাধীন জমির ওপর অবৈধ স্থাপনা গড়ে তোলে। এতে পর্যটকদের স্বাচ্ছন্দ্যে চলাফেরায় বাধা সৃষ্টি হয়। এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেয় প্রশাসন। এদিকে উচ্ছেদ অভিযানের এক দিনের মাথায় সোমবার বিকেলে ক্ষমতার দাপট দেখিয়ে দখলবাজরা একই স্থানে ফের অবৈধ স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছে।
×